আজকাল ওয়েবডেস্ক: সুইগিতে অর্ডার দিয়েছিলেন কন্ডোম। ডেলিভারির বহর দেখে মাথায় হাত যুবকের। ঘটনাটি দিল্লির। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন বিষয়টি। মুহূর্তে হাসির রোল নেট মাধ্যমে।
জানা গিয়েছে, ওই ব্যক্তি নৈনিতাল যাবেন বলে ঠিক করেছিলেন। তার আগে প্রস্তুতি হিসেবে অর্ডার দিয়েছিলেন কন্ডোম। সুইগিতে দিয়েছিলেন অর্ডার, ঠিকানা ছিল অফিসের। যখন ডেলিভারি আসে তখন তিনি বাইরে বেরিয়েছিলেন। ডেলিভারি এক্সিকিউটিভকে বলে দেন অফিসের রিসেপশনে রেখে যাওয়ার জন্য। তিনি ফিরে ডেলিভারি দেখে অস্বস্তিতে পড়ে যান তিনি।
ঠিক কী ছিল? ওই ব্যক্তি জানিয়েছেন কনডম ছিল, তবে তা ট্রান্সপারেন্ট প্যাকেটে। তিনি প্রথমে লজ্জায় সেটি নিতে পারছিলেন না, পরে সেটাকে নিতে গেলে অফিসের কর্মচারীরা মুচকি মুচকি হাসতে থাকেন। এইভাবে ডেলিভারি দেওয়ায় তিনি যে বিব্রত সেটা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেটা দেখতে উপচে পড়ছে নেটিজেনদের হাসিঠাট্টা। তিনি বলেন, কন্ডোম কেনা বড় কথা নয়, কন্ডোম এভাবে স্বচ্ছ প্লাস্টিকের প্যাকেটে দেওয়ার কোনও মানে নেই। এর সঙ্গে এও উল্লেখ করেছেন, এর আগে অন্য জায়গা কন্ডোম থেকে অর্ডার করেছেন তাদের প্যাকেজিং যথেষ্ট উন্নত ছিল।
তাঁর ওই পোস্টে প্রচুর রিয়াক্ট পড়ে। সঙ্গে কমেন্ট। কেউ বলেন, এ তো দারুণ অভিজ্ঞতা, কেউ আবার তাঁর বিব্রত অবস্থাকে সহমর্মিতা জানান। একজন আবার তাঁর সঙ্গে হওয়ার ঘটনার কথা শেয়ার করেন। জানান, অ্যামাজন একবার কোনও প্যাকেজিং ছাড়াই একটি কন্ডোমের প্যাকেট দিয়েছিল। মুশকিলে পড়ে গিয়েছিলেন তিনি। অন্য আরেকজন বলেন, তিনি পিজিতে থাকতে একবার কন্ডোমের প্যাকেট অর্ডার করেছিলেন। যিনি দিতে এসেছিলেন, বাড়িওয়ালা ওপর থেকে দেখছে সেটা বুঝতে পেরে বাদামি প্যাকেটে ভরে তিনি বের করেন সেটি। এর ফলে কোনও সমস্যা হয়নি।
