আজকাল ওয়েবডেস্ক: দিল্লিতে মর্মান্তিক বিস্ফোরণের ঘটনায় গভীর শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। এই প্রসঙ্গে তিনি বলেন, "নয়াদিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। যাঁরা প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি রইল আমার আন্তরিক সমবেদনা।" পাশাপাশি, আহতদের দ্রুত আরোগ্যের জন্য তিনি প্রার্থনা করেন। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, "আহতরা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলো এই কঠিন সময়ে শক্তি খুঁজে পায়, সেই প্রার্থনা করি।"
পাশাপাশি, কেজরিওয়াল টুইট করে লেখেন, "লালকেল্লার সামনে ঘটে যাওয়া এই বিস্ফোরণ খুবই দুশ্চিন্তার। আর শোনা যাচ্ছে যে এই ঘটনায় আমাদের কয়েকজনের মৃত্যু হয়েছে। পুলিশ আর সরকারের দ্রুতই তদন্ত করা উচিত, এই ঘটনা কীকরে ঘটল। এর পিছনে কোনও বড় ষড়যন্ত্র নেই তো? দিল্লির সুরক্ষার বিষয়ে কোনও অবহেলা কোনওভাবেই বরদাস্ত করা যায় না।"
প্রসঙ্গত, সোমবার সন্ধ্যায় আচমকাই দিল্লির লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণ। তবে এই বিস্ফোরণের পিছনে কী কারণ রয়েছে তা এখনও জানা যায়নি।
জানা যাচ্ছে, সোমবার সন্ধ্যায় আচমকাই লালকেল্লা মেট্রো স্টেশনের গেটের কাছে বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরণে দুটি গাড়িতে আগুন লাগার খবর মিলেছে।
ইতিমধ্যেই, ঘটনাস্থলে পৌঁছেছে এনএসজি, এনআইএ-এর টিম। জানা গিয়েছে, সোমবার সন্ধ্যা সাতটা নাগাদ আচমকা বিস্ফোরণের খবর মেলে। জানা যায়, লালকেল্লা মেট্রো স্টেশনের এক নম্বর গেটের কাছে বিস্ফোরণ ঘটেছে।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরণের জেরে আশেপাশের আরও কয়েকটি গাড়িতে পরপর আগুন ধরে যায়।
সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণের জেরে বেশ কয়েকজনের আহত হওয়ার খবর মিলেছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্রের খবর, ঘটনাস্থলে ২০টি দমকলের ইঞ্জিন পৌঁছেছে বলে জানা গিয়েছে।
ঘটনাস্থলে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে যানবাহন চলাচল। জানা যাচ্ছে, পুরনো দিল্লি দিয়ে সমস্ত যানবাহন ঘুরিয়ে দেওয়া হচ্ছে। দিল্লি পুলিশের স্পেশাল সেলও পৌঁছেছে ঘটনাস্থলে। জনবহুল এলাকা হওয়ায় নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। দিল্লি জুড়ে জারি হাই অ্যালার্ট।
সূত্রের খবর, ঘটনায় এখনও পর্যন্ত আটজনের মৃত্যু হয়েছে। এক স্থানীয় বাসিন্দার দাবি, লালকেল্লা মেট্রোর সামনে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দেহাংশ।
রাহুল গান্ধী লিখেছেন, "দিল্লি লালকেল্লা মেট্রো স্টেশনের সামনে গাড়িতে যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তা খুব কষ্টের ও চিন্তার। আর এই ভয়াবহ ঘটনায় কয়েকজন নির্দোষ মানুষের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, যা অত্যন্ত দুঃখের। আর এই দুঃখের পরিস্থিতিতে যাঁরা নিজের প্রিয়জনেদের হারিয়েছেন, সেই সমস্ত শোক সন্তপ্ত পরিবারের পাশে রয়েছি। তাঁদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল। যাঁরা আহত হয়েছেন, তাঁদের দ্রুত আরোগ্যের কামনা করছি।"
বিস্ফোরণ নিয়ে তৃণমূল সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায় তাঁর ফেসবুকে লেখেন, "দেশের সুরক্ষা ও মর্যাদার স্বার্থে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অবিলম্বে পদত্যাগ করা উচিত। শান্তি ও নিরাপত্তা সুনিশ্চিত করার ক্ষেত্রে তাঁর ধারাবাহিক ব্যর্থতা এবং অপারগতা মানুষের বিশ্বাসকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছে। ভারতের এমন এক জন যোগ্য স্বরাষ্ট্রমন্ত্রী প্রাপ্য, যিনি নাগরিকদের প্রকৃত অর্থে রক্ষা করতে এবং দেশের অখণ্ডতা ও মর্যাদা অক্ষুণ্ণ রাখতে সক্ষম হবেন।"
