আজকাল ওয়েবডেস্ক: সোমবার সন্ধে। ভয়াবহ বিস্ফোরোণে কেঁপে ওঠে দিল্লি। একাধিক সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে এবং স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, লালকেল্লার বিস্ফোরণ ভয়াবহ। বিস্ফোরণের শব্দ এতটায় ভয়াবহ ছিল এবং আগুনের শিখা, স্থানীয়রা কেঁপে ওঠেন রীতিমতো। তাঁরা জানিয়েছেন, ছড়িয়ে ছিটিয়ে দেহাংশ পড়ে থাকতে দেখেছেন রাস্তায়।
/photo/1
এআনআই সূত্রে খবর, লোক নায়ক জয় প্রকাশ নারায়ণ হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট জানিয়েছেন, বিস্ফোরণের পর, পনেরো জনকে লোক নায়ক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার মধ্যে আটজনের মৃত্যু হয়েছে হাসপাতাল পৌঁছনোর আগেই। তিনজনের অবস্থা গুরুতর বলেও জানা গিয়েছে।
লাল কেল্লা মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে বিস্ফোরণের পর ঘটনাস্থলে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।
দিল্লির ডেপুটি চিফ ফায়ার অফিসার এ কে মালিক ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, 'আমরা তথ্য পেয়েছি যে চাঁদনী চক মেট্রো স্টেশনের কাছে একটি গাড়িতে বিস্ফোরণ হয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে পদক্ষেপ গ্রহণ করি। সাতটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সন্ধ্যা ৭:২৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এতে হতাহতের সম্ভাবনা রয়েছে। আমাদের সমস্ত দল ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।'
দিল্লর ঘটনার পরেই, অ্যালার্ট জারি উত্তরপ্রদেশেও। এআনআই সূত্রে খবর, উত্তরপ্রদেশের আইন ও শৃঙ্খলা বিভাগের এডিজি অমিতাভ যশ জানিয়েছেন, ডিজিপি উত্তরপ্রদেশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছেন।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরণের জেরে আশেপাশের আরও কয়েকটি গাড়িতে পরপর আগুন ধরে যায়। ঘটনাস্থলে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে যানবাহন চলাচল। জানা যাচ্ছে, পুরনো দিল্লি দিয়ে সমস্ত যানবাহন ঘুরিয়ে দেওয়া হচ্ছে। দিল্লি পুলিশের স্পেশাল সেলও পৌঁছেছে ঘটনাস্থলে।
