আজকাল ওয়েবডেস্ক: লোকসভার অধিবেশন চলছে। আজই সাংসদ হিসেবে লোকসভায় শপথ নিয়েছেন নব নির্বাচিত সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। তবে অধিবেশনের মাঝেই উত্তেজনা খাস দেশের রাজধানীতে। দিল্লির প্রশান্ত বিহারের পিভিআর কমপ্লেক্সের কাছে আচমকা বৃহস্পতিবার ১২টার কিছু আগে বিস্ফোরণের ঘটনা ঘটে।দিল্লি পুলিশ জানিয়েছে, পুলিশের কাছে ফোন যায়, তার পরেই ঘটনাস্থলে পৌঁছয় তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৪টি ইঞ্জিন। 

দেশের রাজধানীতে সংসদের অধিবেশন চলাকালীন এই বিস্ফোরণ নিয়ে উদ্বেগ বাড়ছে। এর পিছনে কোনও নাশকতার ছক রয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। পিভিআর কমপ্লেক্সের কাছে একটি মিষ্টির দোকানের পাশে বৃহস্পতিবার বিস্ফোরণের ঘটনা ঘটে। তেমনটাই জানাচ্ছে সর্বভারতীয় সংবাদ সংস্থা। যদিও ঘটনায় তেমন কোনও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

এর আগেও রোহিনীর প্রশান্ত বিহারের সিআরপিএফ স্কুলের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। স্কুলের দেওয়াল খতিগ্রস্ত হয়েছিল। তার পরে খাস দিল্লিতে ফের বিস্ফোরণের ঘটনা। পুলিশ জানিয়েছে এবারেও বিস্ফোরণস্থল থেকে সাদা পাউডারের মতো দ্রব্য পেয়েছে তারা, যা আগেরবারও ঘটনাস্থল থেকে মিলেছিল। 

বিস্ফোরণ প্রসঙ্গে প্রাথমিক তদন্তে অনুমান ছিল, অপরিশোধিত বোমা থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। যদিও সর্বভারতীয় সংবাদ সংস্থা জানাচ্ছে, তদন্তে মনে করা হচ্ছে, জ্বলন্ত সিগারেট থেকেই এই বিপত্তি। এক ব্যক্তি তাঁর কুকুরকে সঙ্গে নিয়ে হাঁটছিলেন, সিগারেট জ্বলন্ত অবস্থায় ছুড়ে ফেলেন রাস্তায়। ওই সিগারেট শিল্প বির্জ্যের সংস্পর্শে আসার কারণেই বিস্ফোরণ ঘটেছিল।