আজকাল ওয়েবডেস্ক: সোমবার সন্ধের দিল্লি বিস্ফোরণ। হতাহত বহু। ঘটনার পর থেকেই, দফায় দফায় বৈঠকে বসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার আরও কড়া বার্তা দিয়েছেন শাহ।
সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, বৃহস্পতিবার দিল্লির লাল কেল্লার কাছে বিস্ফোরণের ঘটনায় জড়িতদের কঠোরতম শাস্তির প্রতিশ্রুতি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি আরও বলেন, এর ফলে বিশ্ববাসীর কাছে একটি বার্তা যাবে যে, কেউ আর কখনও এই ধরণের হামলার কথা ভাবতেও সাহস করবে না। তিনি বলেন, 'যারা এই কাপুরুষোচিত কাজটি করেছে এবং এর পিছনে যারা আছে তাদের সকলকে আইনের আওতায় আনা হবে এবং সম্ভাব্য সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে। ভারত সরকার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটি নিশ্চিত করার জন্য সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।' গুজরাটের মেহসানার বোরিয়াভি গ্রামে শ্রী মতিভাই আর চৌধুরী সাগর সৈনিক স্কুল এবং সাগর অর্গানিক প্ল্যান্ট-এর উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়াল ভাষণে অমিত শাহ উল্লিখিত মন্তব্য করেছেন বলে খবর সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে।
সূত্রের খবর, অমিত শাহ এদিন বলেন, 'দিল্লি সন্ত্রাসী হামলার অপরাধীদের দেওয়া শাস্তি বিশ্বকে এই বার্তা দেবে যে আমাদের দেশে কেউ কখনও এমন হামলার কথা ভাবতেও সাহস করবে না।' ভুটান থেকে ফিরে প্রধানমন্ত্রী মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা হামলার নিন্দা জানিয়ে একটি প্রস্তাব পাস করার একদিন পরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্য প্রকাশ্যে এসেছে।
পহেলগাঁওয়ের পর, দিল্লি। কাশ্মীরের পর, দিল্লিতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরাই? গত কয়েকদিনে এই প্রশ্ন বহুবার আলোচিত হয়েছে। বুধবার সেই জল্পনাতেই, সেই আতঙ্কেই যেন সিলমোহর। সর্বভারতীয় সংবাদ সংস্থা এবং সংবাদ মাধ্যমগুলি সূত্রে খবর, দিল্লির লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনাকে, কেন্দ্র 'সন্ত্রাসবাদী কার্যকলাপ' বলে উল্লেখ করেছে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, বুধবার সরকার লাল কেল্লার বাইরে গাড়ি বিস্ফোরণকে "সন্ত্রাসবাদী কার্যকলাপ" হিসাবে অভিহিত করেছে। অর্থাৎ, বিস্ফোরণের পর, এই প্রথমবার দেশের সরকার, এই ঘটনাকে 'সন্ত্রাসবাদী ঘটনা' বা কার্যকলাপ হিসেবে উল্লেখ করল।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে বসা বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রিসভা ১০ নভেম্বর ২০২৫ তারিখে দিল্লির লাল কেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে। মন্ত্রিসভা প্রাণহানির ঘটনার স্মরণে দু'মিনিট নীরবতা পালন করে।
বুধবার, সোমবারের ঘটনার প্রেক্ষিতে মন্ত্রিসভা একটি প্রস্তাব গ্রহণ করে। দিল্লির বিস্ফোরণের ঘটনাকে ' দেশবিরোধী শক্তির দ্বারা সংঘটিত একটি কাপুরুষোচিত কাজ' বলে উল্লেখ করা হয়েছে। মন্ত্রিসভা সকল ধরণের সন্ত্রাসবাদের প্রতি শূন্য সহনশীলতার নীতির প্রতি ভারতের অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বলেও খবর সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে। মন্ত্রিসভা নির্দেশ দিয়েছে যে এই ঘটনার তদন্ত সর্বোচ্চ জরুরিতা এবং পেশাদারিত্বের সাথে সম্পন্ন করা উচিত যাতে অপরাধী, তাদের সহযোগী এবং তাদের পৃষ্ঠপোষকদের চিহ্নিত করা যায় এবং দ্রুত তাদের বিচারের আওতায় আনা যায়। সরকারের সর্বোচ্চ স্তরে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানানো হয়েছে।
সোমবার সন্ধে। প্রবল বিস্ফোরণে কেঁপে উঠেছিল দিল্লি। কেঁপে উঠেছিল লালকেল্লা মেট্রো স্টেশন চত্বর। মৃত বহু, আহত অন্তত কুড়ি। বেলায় বেলায় তদন্তে উঠে আসছে ভয়াবহ তথ্য, উঠে আসছে দীর্ঘ গোপন পরিকল্পনার ইঙ্গিত।
