আজকাল ওয়েবডেস্ক: ২৭ বছর পর দিল্লির ক্ষমতায় ফিরে আসা বিজেপি সোমবার তাদের মুখ্যমন্ত্রী নির্বাচনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছে বলে সূত্রের খবর। বেশ কয়েকদিন ধরে চলতে থাকা জল্পনা-কল্পনার অবসান হবে এই বৈঠকের মাধ্যমে।
দিল্লির সরকার প্রধান হিসেবে কাকে নির্বাচিত করা হবে, তা নিয়ে দলের শীর্ষ নেতৃত্বের মধ্যে তীব্র আলোচনা চলছে। তবে, এ নিয়ে দল এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি। যদিও কয়েকজনের নাম আলোচনায় উঠে এসেছে, তার মধ্যে অন্যতম হলেন পারভেশ বর্মা, যিনি AAP প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে পরাজিত করেছেন।
বিজেপি ইতিমধ্যেই জানিয়েছিল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্কিন সফর থেকে ফিরে আসার পরই তারা সরকার গঠনের দাবি করবে।
পারভেশ বর্মা ছাড়াও মুখ্যমন্ত্রী পদের জন্য অন্য সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন বিজেন্দ্র গুপ্তা, দিল্লি বিধানসভার প্রাক্তন বিরোধী দলনেতা; সতীশ উপাধ্যায়, বিশিষ্ট ব্রাহ্মণ নেতা এবং প্রাক্তন রাজ্য সভাপতি; আশিস সুদ, কেন্দ্রীয় নেতৃত্বের ঘনিষ্ঠ দিল্লি বিজেপির সাধারণ সম্পাদক; এবং জিতেন্দ্র মহাজন, বৈশ্য সম্প্রদায়ের প্রভাবশালী আরএসএস প্রতিনিধি।
