আজকাল ওয়েবডেস্ক: গোপনে পাকিস্তানি মহিলাকে বিয়ে, এই অপরাধে সিআরপিএফ-এর ৪১ ব্যাটালিয়নের কনস্টেবল মুনির আহমেদকে বরখাস্ত করা হয়েছে। এক বিবৃতিতে, সিআরপিএফ-এর তরফে জানানো হয়েছে, "একজন পাকিস্তানি নাগরিকের সঙ্গে কনস্টেবল মুনির আহমেদ গোপনে বিয়ে করেছিলেন এবং ভিসার মেয়াদ অতিক্রমের পরও জেনেশুনে তাঁকে আশ্রয় দিয়েছিলেন। তাঁর কর্মকাণ্ড চাকরির নিয়ম লঙ্ঘন এবং জাতীয় নিরাপত্তার জন্য ক্ষতিকর বলে প্রমাণিত হয়েছে। তাই ওই কনস্টেবলকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।'
গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলায় ২৬ জন নিহত হয়েছিলেন। এরপরই ভারত বেশিরভাগ পাকিস্তানি নাগরিকের ভিসা বাতিল করে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেয়।
সিআরপিএফ কনস্টেবল মুনির আহমেদের স্ত্রী, পাকিস্তানের বাসিন্দা মিনাল খান-ও ভারত ছাড়ার নোটিশ পেয়েছিলেন। কিন্তু, গত ২৯ তারিখ হাইকোর্টের নির্দেশ ছিল, আরও ১০ দিন ভারতে থাকতে পারবেন মিনাল। ফলে সীমান্তের উদ্দেশ্যে রওনা হয়েও ফিরে আসেন তিনি।
সিআরপিএফ সূত্র জানিয়েছে যে, জম্মুর বাসিন্দা মুনির আহমেদ ২০১৭ সালে বাহিনীতে যোগদানের সময় একটি চিঠি লিখে তাঁর বিভাগকে জানিয়েছিলেন যে, তিনি পাকিস্তানের এক মহিলাকে বিয়ে করতে চান। কিন্তু আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষা না করেই তিনি বিয়ে করেন। গত বছরের ২৪শে মে ভিডিও কলের মাধ্যমে মিনাল ও মুনির বিয়ে করেন।
সূত্র জানিয়েছে যে, মিনাল খান ট্যুরিস্ট ভিসায় ভারতে এসেছিলেন এবং মুনির আহমেদের সঙ্গে থাকতে শুরু করেছিলেন। তাঁর ভিসার মেয়াদ গত ২২শে মার্চ শেষ হয়ে গেলেও তিনি ভারতেই থেকে যান।
পুরো বিষয়টি জানাজানি হলে সিআরপিএফ কড়া অবস্থান নেয়। শেষপর্যন্ত বরখাস্ত করা হল সিআরপিএফ-এর ৪১ ব্যাটালিয়নের কনস্টেবল মুনির আহমেদকে।
