আজকাল ওয়েবডেস্ক:‌ নাবালিকাকে খুনের অভিযোগ। বিহার থেকে গ্রেপ্তার করা হল সাত জনকে। 


জানা গেছে, গত ২১ মে বেঙ্গালুরুর পুরাতন চন্দপুরা রেল সেতুর নিকটে একটি নীল রংয়ের সুটকেসের ভিতর থেকে ১৭ বছরের নাবালিকার দেহ উদ্ধার হয়। সুটকেসটি ওই জায়গায় পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ছিল, নাবালিকাকে খুন করে দেহ সুটকেসে ভরে চলন্ত ট্রেন থেকে সেতুর নিচে ফেলে দেওয়া হয়েছিল। তবে তদন্ত আরও এগোলে পুলিশ জানতে পারে নাবালিকাকে অন্যত্র খুন করে দেহ সুটকেসে ভরে ক্যাবে করে এসে ওই সেতুর নিচে সুটকেসটি ফেলে যাওয়া হয়েছিল। দেহটি উদ্ধার হলেও কোনও পরিচয়পত্র পাওয়া যায়নি। 


অপরাধীদের খুঁজতে একাধিক দল তৈরি করে পুলিশ। অবশেষে মেলে অভিযুক্তদের খোঁজ। বেঙ্গালুরু গ্রামীণ বিভাগের সূর্যনগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বিহারে হানা দেয়। সেখান থেকে সাত জনকে গ্রেপ্তার করে। অভিযুক্তরা প্রত্যেকেই বিহারের নওয়াদা জেলার বাসিন্দা। অভিযুক্তদের কর্নাটকে নিয়ে আসা হচ্ছে। 


সাত অভিযুক্তের মধ্যে আছে আশিক কুমার, মুকেশ, রাজারাম মোহন। পুলিশ জানিয়েছে, আশিক কুমার বিবাহিত ও দুই সন্তান রয়েছে তার। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে খুনের মোটিভ জানার চেষ্টা করছে পুলিশ।