আজকাল ওয়েবডেস্ক: বয়স ২৬। পুনের ফলতান গ্রাম থেকে সাতারা শহরের দিকে যাচ্ছিলেন কাজের খাতিরে। ব্যস্ততম স্বরগেট বাসস্ট্যান্ডে যুবতীর সঙ্গে ঘটে গেল ভয়াবহ ঘটনা। গন্তব্যে কীভাবে পোঁছবেন, সেকথা জিজ্ঞাসা করেছিলেন এক যুবককে। উত্তর মিলেছিল। একটি বাস দেখিয়ে বলা হয়েছিল, ওই বাস পৌঁছে দেবে। বিশ্বাস করে উঠেছিলেন তিনি।
সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, যুবতীর অভিযোগ, সাতসকালেও ওই বাস ছিল অন্ধকার। জিজ্ঞাসা করায় উত্তর মিলেছিল, বাকি যাত্রীরা ঘুমিয়ে রয়েছেন। সকাল হলেও তাই আলো জ্বালানো হয়নি। অভিযোগ, তিনি বাসে উঠতেই ঝাঁপিয়ে পড়ে নির্মম অত্যাচার চালায় যুবক।
সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, ওই যুবকের পরিচয় জানা গিয়েছে সিসিটিভি ফুটেজ দেখে। নাম দত্তাত্রেয় রামদাস। বয়স ৩৬। যদিও প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ওই যুবককে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ, সূত্রের খবর তেমনটাই। তবে তার খোঁজ চালাচ্ছে পুলিশের আটটি দল।
মনে করা হচ্ছে, মঙ্গলবার সকাল ৫.৪৫ থেকে ৬.৩০-টার মধ্যে এই নির্মম ঘটনা ঘটেছে। যুবতী জানিয়েছেন, রামদাস কথা বলার সময় তাঁকে দিদি বলে সম্বোধন করেছিল। যুবতী অন্য বাসে গন্তব্যে যাওয়ার সময় তাঁর বন্ধুকে গোটা ঘটনা জানান। সব শুনে বন্ধু পরামর্শ দেন, তৎক্ষণাৎ পুলিশে অভিযোগ দায়েরের। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে জোর কদমে।
জানা গিয়েছে ওই বাসস্ট্যান্ড থেকে থানার দূরত্ব ১০০ মিটার। ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মহারাষ্ট্রের উপুমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার।
