আজকাল ওয়েবডেস্ক: বাল্যবিবাহের বিরুদ্ধে সবরকমের প্রচার চালাচ্ছে অসম সরকার। সে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা নিজে জানিয়েছেন, বাল্য বিবাহের বিরুদ্ধে পদক্ষেপের তৃতীয় দফার অভিযানে, ২৪ ঘণ্টায় একযোগে ৪১৬জনকে গ্রেপ্তার করেছে অসম পুলিশ। শনিবার অভিযান চালিয়ে বাল্যবিবাহের সঙ্গে যুক্ত থাকার অপরাধে একযোগে এই বিপুল সংখ্যক গ্রেপ্তারি। একইসঙ্গে জানা গিয়েছে, ৩৩৫টি মামলা রুজু হয়েছে। 

 

ফেব্রুয়ারিতে বাল্যবিবাহের বিরুদ্ধে প্রথম দফার অভিযান চলে সে রাজ্যে। সে দফায় গ্রেপ্তার করা হয়েছিল প্রায় সাড়ে তিনহাজার জনকে। দ্বিতীয় দফায় ৯১৫জনকে গ্রেপ্তার করেছিল অসম পুলিশ। 

তারপরেই তৃতোয় দফার অভিযান চলল ২১-২২ ডিসেম্বর।তৃতীয় ধাপের অভিযানেও বিপুল গ্রেপ্তারির পর, অসমের মুখ্যমন্ত্রী তাঁর রাজ্যে বাল্যবিবাহের বিরুদ্ধে গড়ে ওঠা কঠোর প্রতিরোধের কথা বলেছেন।


মনে করিয়েছেন, বাল্যবিবাহ প্রতিরোধে অসম সরকারের ক্রমাগত সংগ্রামের কথা। জাতিসংঘের তথ্য, দেশে কয়েক কোটি অপ্রাপ্তবয়স্ক বিবাহিত মেয়ে রয়েছে এই মুহূর্তে। যদিও পরিসংখ্যান, এবছর বাল্যবিবাহের সংখ্যা কমেছে তুলনায়। অসমের মুখ্যমন্ত্রী ২০২৬-এর মধ্যে, তাঁর রাজ্যে বাল্যবিবাহ সম্পূর্ণ রূপে বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

 একই সঙ্গে উল্লেখ্য, ১০ ডিসেম্বর সোনিতপুরের জামুরিহাটে বিজেপি বলেছে, রাজ্যের আদিবাসীদের অধিকার রক্ষায় দল প্রতিশ্রুতিবদ্ধ।