আজকাল ওয়েবডেস্ক: বিহারে বিধানসভা ভোটের জন্য ২০ জনের প্রার্থী তালিকা প্রকাশ করল সিপিআই(এমএল) লিবারেশন। এই তালিকায় ঠাঁই হয়েছে ১২ জন বর্তমান বিধায়কের। উল্লেখ্য, গতবারের মতো এবারও বিহারের ভোটে বিরোধী জোট 'মহাগঠবন্ধন'-এর অন্যতম অংশীদার সিপিআই(এমএল) লিবারেশন।
২০২০ সালের বিহারের বিধানসভা নির্বাচনে যে আসনগুলিতে সিপিআই(এমএল) লিবারেশন জয়লাভ করতে পারেনি, সেখানে নতুন মুখদের প্রার্থী করা হয়েছে।
সিপিআই(এমএল) লিবারেশন গত বিধানসভা নির্বাচনে (২০২০) ১৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। তার মধ্যে ১২টিতে জয়লাভ করেছিল।
সিপিআই(এমএল) লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, "আমরা জোটের সম্মান রক্ষা করেছি। আমাদের আরও আসনের প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল, তবে শেষ পর্যন্ত আমরা মাত্র ২০টি বিধানসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা এবার কমপক্ষে ২৪টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলাম, কিন্তু তা বাস্তবায়িত হয়নি।"
দীপঙ্কর ভট্টাচার্যের কথায়, "জনগণ এনডিএ সরকারের কাজে ক্লান্ত। আমি আত্মবিশ্বাসী যে 'মহাগঠবন্ধন' বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচনে জয়লাভ করবে।" তিনি জানিয়েছেন, ৬ নভেম্বর প্রথম দফায় ভোটগ্রহণে অংশগ্রহণকারী বিধানসভা আসনের সকল প্রার্থী ইতিমধ্যেই তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সিপিআই(এমএল) লিবারেশনের ১২ জনের প্রার্থী তালিকায় রয়েছেন ভোরে আসন থেকে ধনঞ্জয়, জিরাদেই থেকে অমরজিৎ কুশওয়াহা, দারাউলি থেকে সত্যদেও রাম এবং দারাউন্ডা থেকে অমরনাথ যাদব। কল্যাণপুর থেকে রঞ্জিত কুমার রাম, ওয়ারিসনগর থেকে ফুলবাবু সিং এবং রাজগীর থেকে বিশ্বনাথ চৌধুরী।
দলটি দিঘা থেকে দিব্যা গৌতম, ফুলওয়ারি থেকে গোপাল রবি দাস, পালিগঞ্জ থেকে সন্দীপ সৌরভ, আরা থেকে কিয়ামুদ্দিন আনসারি, আগিয়াইন থেকে শিব প্রকাশ রঞ্জন এবং তারারি থেকে মদন সিং এবং ডুমরাওঁ থেকে অজিত কুমার সিংকে প্রার্থী হিসাবে মনোনীত করেছে।
২৪৩ সদস্যের বিহার বিধানসভার নির্বাচন আগামী ৬ এবং ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে, ভোট গণনা হবে ১৪ নভেম্বর।
