আজকাল ওয়েবডেস্ক: মাঝ রাস্তায় ম্যানহোল পরিষ্কার করতে নেমেছিলেন, আর ফেরেননি। বিষাক্ত গ্যাসে মৃত্যু হয় ব্যক্তির। ঘটনা একবারের নয়, একাধিকবার ঘটেছে। এবার বড় পদক্ষেপ দেশের সর্বোচ্চ আদালতের। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, বুধবার দেশের সর্বোচ্চ আদালত জানিয়েছে, দেশের ছয় মেট্রো শহরে ম্যানহোল-নর্দমায় আর ঠিকাশ্রমিকদের কাজ করতে হবে না।
বুধবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, দিল্লি, মুম্বই, কলকাতা, বেঙ্গালুরু, হায়দরাবাদ এবং চেন্নাই, এই ছয় শহরে আর শ্রমিকরা নর্দমা কিংবা ম্যানহোল পরিষ্কার করবেন না।
বিচারপতি সুধাংশু ধুলিয়ার নেতৃত্বে একটি বেঞ্চ এই শহরগুলির প্রধান নির্বাহী কর্মকর্তাদের ১৩ ফেব্রুয়ারির মধ্যে বিশদ হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে, কীভাবে এবং কখন ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং বন্ধ করা হয়েছিল তা ব্যাখ্যা করতে বলা হয়েছে। ১৯ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি।
২০২৩ সালের ডিসেম্বর মাসে, আদালত কেন্দ্রকে রাজ্যগুলির সঙ্গে সমন্বয় রাখতে, ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং এবং নর্দমা পরিষ্কার করার প্রচেষ্টার বিষয়ে প্রতিক্রিয়া সংগ্রহ করার নির্দেশ দিয়েছিল। কেন্দ্রীয় সরকারের একটি সাম্প্রতিক হলফনামার তথ্য, দেশের ৭৭৫টি জেলার মধ্যে, ৪৫৬টিতে ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং বা ম্যানুয়াল নর্দমা পরিষ্কারের কোনও ঘটনা রিপোর্ট করা হয়নি। আদালত জানায়, কেন্দ্র এবং রাজ্য সরকার উভয়ই ভারত জুড়ে ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং সম্পূর্ণ নির্মূল নিশ্চিত করতে আইনত বাধ্য।
