আজকাল ওয়েবডেস্ক: পার্কের বাইরে একটি স্কুটিতে মুখোমুখি বলে গল্প করছিলেন যুগল। আচমকা সেখানে হানা দিল নীতি পুলিশরা। শুধু জিজ্ঞাসাবাদ, শাসানিই নয়, চলল মারধরও। শেষপর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে বেঙ্গালুরু পুলিশ। কর্নাটকের মন্ত্রী প্রিয়ঙ্ক খাড়গে সাফ জানিয়ে দিয়েছেন যে, প্রগতিশীল শহর বেঙ্গালুরুতে কোনওভাবেই নীতি পুলিশগিরি বরদাস্ত করা হবে না।
ঘটনা কী ঘটেছে?
শুক্রবার বেঙ্গালুরুতে একটি পার্কের বাইরে পাঁচজন পুরুষ এক যুগলকে হয়রানি ও লাঞ্ছনা করেছে বলে অভিযোগ। সেই ঘটনা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। ওই ভাইরাল ভিডিও-তে দেখা যাচ্ছে যে, পার্কের বাইরে একটি স্কুটিতে মুখোমুখি বলে গল্প করছিলেন যুগল। পুরষটির গায়ে ছিল কমলা রঙের জামা। মেয়েটি বোরখা পরে ছিলেন। হঠাৎই ওই যুগলের কাছে আসে কয়েকজন। এদের মধ্যে একজন মহিলা ভিডিও করছিলেন।
দেখা যাচ্ছে নীতি পুলিশ দলের পুরুষরা যুবতীর কাছ থেকে জানতে চান, তাঁর পরিবারএিসব কিছু জানে কিনা। এর পরই যুবতীর সঙ্গে ওই গদলের সকলের বচসা শুরু হয়। তারপর তারা যুবকটিকে জিজ্ঞাসা করে, কেন সে ভিন্ন ধর্মের একজন মহিলার সঙ্গে আড্ডা দিচ্ছেন? ফুটেজে স্পষ্ট নীতি পুলিশ দলের কয়েক জন যুবতীকে বলছেন- বোরখা পরেও একজন ভিন ধর্মের পুরুষের সঙ্গে বসে থাকতে তাঁর লজ্জা করছে না?
'Have Any Shame?': Couple, Sitting On Scooter In Bengaluru, Assaulted https://t.co/dl7f0ENHdP@dpkBopanna pic.twitter.com/LMkkmOIS4C
— NDTV (@ndtv)Tweet by @ndtv
পুলিশের দাবি-
বেঙ্গালুরু পুলিশের ডেপুটি কমিশনার গিরিশ বলেন, "পাঁচজন লোক যখন ওই যুগলকে জিজ্ঞাসাবাদ করেছিল, তখন ওই দম্পতি একটি স্কুটারে বসে ছিলেন। মেয়েটি বোরখা পরে ছিল। আমরা মহিলার কাছ থেকে একটি অভিযোগ পেয়েছি। যার ভিত্তিতে একটি মামলা দায়ের করা হয়েছে। আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি।"
আরও ভাইরাল ভিডিও-
পুলিশ এই ঘটনায় কোনও হিংসার কথা অস্বীকার করলেও, অন্য একটি ভিডিও-তে দেখা যাচ্ছে যে- অভিযুক্তরা যুবকটিকে ঘিরে ধরে কাঠের মতো দেখতে জিনিস দিয়ে মারধর করছে।
মহিলার অভিযোগের ভিত্তিতে, পুলিশ পাঁচজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ধৃতদের মধ্যে একজন কিশোরও রয়েছে। ডেপুটি কমিশনার গিরিশের কথায়, "যুবতী কেন সেখানে বসে রয়েছে, এটাই মূলত তারা জিজ্ঞাসা করেছিল বলে জানা গিয়েছে। যদিও তদন্তের সময় আরও জানতে পারব।"
মন্ত্রীর বক্তব্য-
কর্নাটকের মন্ত্রী প্রিয়ঙ্ক খাড়গে বলেছেন যে, "সরকার রাজ্যে কোনও নীতি পুলিশগিরি সহ্য করবে না। এটা বিহার, উত্তরপ্রদেশ বা মধ্যপ্রদেশ নয়। মনে রাখতে হবে কর্নাটক একটি প্রগতিশীল রাজ্য।"
