আজকাল ওয়েবডেস্ক: কাশ্মীরের প্রথম বন্দে ভারত এক্সপ্রেসে ছেলের জন্মদিন স্মরণীয় করে রাখতে গিয়ে সমালোচনার মুখে পড়লেন উত্তরপ্রদেশের বারাণসীর এক দম্পতি। ট্রেন চলাকালীন কেক কেটে, মোমবাতি জ্বালিয়ে জন্মদিন উদযাপন করায় সামাজিক মাধ্যমে উঠে এসেছে নিরাপত্তা ও শালীনতার প্রশ্ন। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা এক ভিডিওতে দেখা গিয়েছে, রাকেশ ও নেহা জয়সওয়াল তাঁদের ছ’বছরের ছেলে মোক্ষের জন্মদিন উদযাপন করেন বন্দে ভারত এক্সপ্রেসে। ভিডিওতে দেখা যায়, জম্মু ও কাশ্মীরে নতুন উদ্বোধন হওয়া সেতু পেরিয়ে যাওয়ার সময়, ট্রেনের ভিতরেই কেক কাটা হয় এবং মা নেহা মোমবাতি জ্বালিয়ে ছেলের জন্মদিন পালন করেন। ভিডিওটি ভাইরাল হতেই সমালোচনার ঝড় উঠে সামাজিক মাধ্যমে।

?ref_src=twsrc%5Etfw">June 7, 2025

একাধিক ব্যবহারকারী একে ‘দায়িত্বজ্ঞানহীন এবং ‘বেমানান’ বলে দাবি করেন। একজন মন্তব্য করেন, ‘ট্রেন পার্টি করার জায়গা নয়। ভিতরে মোমবাতি জ্বালানো শুধু বিপজ্জনক নয়, নাগরিক সচেতনতাহীনতাও প্রকাশ করে’। আরও একজন লেখেন, ‘ট্রেনের মধ্যে আগুন জ্বালানো কি নিষিদ্ধ নয়? যদি হয়, তবে তার শাস্তি কী? কোন ধারা অনুযায়ী এটি অপরাধ?’ তিনি রেল মন্ত্রক এবং মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ট্যাগও করেন। আরও একজন যোগ করেন, ‘এই যাত্রীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। ভবিষ্যতে বড় বিপদের কারণ হয়ে উঠতে পারে এই ধরনের আচরণ’। তবে এই ঘটনার পরেও ভারতীয় রেলওয়ের তরফে এখনও পর্যন্ত কোনও সরকারি বিবৃতি দেওয়া হয়নি। ঘটনাটি যাত্রী নিরাপত্তা এবং ট্রেনে শৃঙ্খলা রক্ষা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।