আজকাল ওয়েবডেস্ক: রাজা নেই, কিন্তু স্বাধীন প্রজাতান্ত্রিক রাষ্ট্রে 'রাজরোষ' বর্তমান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কনভয় বৃহস্পতিবার গুজরাটের রতনচক দিয়ে যাওয়ার কথা ছিল। তার আগে নিরাপত্তা নিশ্চিৎ করতে রাস্তা ফাঁকা করে দেওয়া হয়। মাছি গলারও উপায় ছিল না। কিন্তু, আচমকা সেই সুরক্ষাবলয় ভেদ করেই সাইকেল নিয়ে ওই রাস্তায় ঢুকে পড়েছিল ১৭ বছরের এক যুবক। তারপরই পুলিশের রোষে পড়ে সে।
ওই নাবালককে নির্যাতনে ভিডিও ভাইরাল হয়েছে। যা নিয়ে বেশ হইহই। পুলিশের এমন আচরণের বিরুদ্ধে সরব হয়েছে নেটদুনিয়া।
বৃহস্পতিবার রতন চকে ঘটে যাওয়া এই ঘটনার একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রীর কনভয়ের গাড়িগুলো চলার সময় কিশোরটি তার সাইকেল চালিয়ে যাচ্ছে। পরে, পুলিশের সাব ইন্সপেক্টর বি এস গাধভি কিশোরটিকে লক্ষ্য করে তার চুল টেনে ধরেন, বেশ কয়েকবার থাপ্পড়ও মারেন।
ખાખીનો ખોખલો પાવર!
— Our Rajkot (@our_rajkot)
સુરત પોલીસ દ્વારા PMના કોન્વોયના રૂટ પર ખાસ રિહર્સલ દરમ્યાન ભૂલથી એક બાળક સાઈકલ લઈને પહોંચી જતાં અને પછી જે થાય છે તે જુઓ વાયરલ વિડિયોમાં #Ourrajkot #Surat #Suratnews #Gujarat #narendramodi pic.twitter.com/6kckW9e6O9Tweet by @our_rajkot
নাবালকের এক আত্মীয়ের কথায়, "আমরা ভেবেছিলাম ছেলেটা হাঁটতে বেরিয়েছে। কিন্তু যখন সে কয়েক ঘন্টা পরও ফিরে আসেনি, তখন আমরা চিন্তিত হয়ে পড়ি। রাত সাড়ে নয়'টা সে কাঁদতে কাঁদতে ফিরে আসে। সে বলে, পুলিশ তাকে মারধর করেছে। কিন্তু কেন তা জানে না। সে আরও বলেছে যে তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু পুলিশদের ওকে নির্যাতন করার বদলে বোঝানো উচিত ছিল।"
ওই ভিডিও স্থানীয় বাসিন্দাদের মধ্যে এবং সোশ্যাল মিডিয়ায় ক্ষোভের সৃষ্টি করেছে। বিষয়টি আঁচ করতে পেরেছে ডেপুটি কমিশনার অফ পুলিশ (ডিসিপি) অমিতা ভানানি। তিনি বলেন যে পগাধভির আচরণ "সম্পূর্ণ অনুপযুক্ত এবং দুঃখজনক"। ডিসিপি আরও বলেন যে মোরবি জেলায় কর্মরত এসআই বি এস গাধভিকে তাৎক্ষণিকভাবে কন্ট্রোল রুমে বদলি করা হয়েছিল। প্রধানমন্ত্রী মোদির সফরের আগে নিরাপত্তা ব্যবস্থায় সহায়তা করার জন্য সাব-ইন্সপেক্টর সুরাটে ছিলেন। সূত্র জানিয়েছে যে, এই পুলিশকর্মীর বেতন বৃদ্ধিও এক বছরের জন্য স্থগিত করা হয়েছে।
