আজকাল ওয়েবডেস্ক: পানিপতের সরস্বতী বিদ্যা মন্দির স্কুলে এক শিক্ষিকা অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের কালমা শেখানোয় বিতর্কের সৃষ্টি হয়েছে। ঘটনার জেরে সংশ্লিষ্ট শিক্ষিকাকে বরখাস্ত করা হয়েছে।
দু’দিন আগে সকালে অ্যাসেম্বলির পর মাহজিব আনসারি ওরফে ‘মাহি’ নামে পরিচিত ওই সংস্কৃত শিক্ষিকা ক্লাসে পড়ানোর সময় কালমার একটি লাইন শেখান। বাড়ি ফিরে ছাত্রছাত্রীরা সেটি উচ্চারণ করলে অভিভাবকদের নজরে আসে বিষয়টি।
অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে শনিবার স্কুলে বৈঠক হয় এবং পরে পুলিশকেও জানানো হয়। দীর্ঘ আলোচনার পর, শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয় স্কুল কর্তৃপক্ষ। স্কুলের প্রধান শিক্ষিকা ইন্দু জানান, ছাত্রছাত্রীরা মুসলিম প্রার্থনার বিষয় জানতে চাওয়ায় শিক্ষিকা একটি লাইন শেখান। পরে তিনি ভুল বুঝতে পেরে ক্ষমাও চান।
শিক্ষিকার পুরো নাম ব্যবহার না করে সংক্ষিপ্ত নামে ডাকবার কারণ জানতে চাইলে, প্রধান শিক্ষিকা জানান যে নামটি দীর্ঘ ও জটিল হওয়ায় ‘মাহি’ নামেই ডাকা হতো, তবে স্কুল রেজিস্টারে পূর্ণ নামই নথিভুক্ত আছে।
