তীর্থঙ্কর দাস: বছর শেষের আগে তীব্র তুষারপাতের সাক্ষী থাকল মানালি। ভারতীয় মৌসম ভবন আগেই জানিয়েছিল, সপ্তাহান্তে উত্তর ভারতে  তুষারপাতের সম্ভাবনা রয়েছে। সেই পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার সকালবেলা থেকেই মানালিতে শুরু হয় তুষারপাত। ঘুরতে গিয়ে তুষারপাত দেখতে পেয়ে নিজেদের ভাগ্যবান মনে করছেন অনেকেই। টানা বরফ পড়ার ফলে আশেপাশের নৈসর্গিক দৃশ্যেও মজেছেন পর্যটকরা।

তবে ১২ ঘন্টারও বেশি হয়ে গিয়েছে, লাগাতার তুষারপাতের ফলে আটকে বহু পর্যটক। আটকে পড়া পর্যটক রাজীব দত্ত আজকাল ডট ইনকে জানিয়েছেন, 'রাস্তা পুরো বন্ধ। বন্ধ খাবারের দোকান, বাড়ির বাইরে বেরোনোর মতন অবস্থা নেই। হিমাচল প্রদেশ প্রশাসন ঠিক কীভাবে কাজ করছে তা বুঝে উঠতে পারছিনা। পর্যাপ্ত জল পর্যন্ত পাচ্ছি না। রীতিমত দমবন্ধ হয়ে যাওয়া পরিস্থিতি।'

ইতিমধ্যেই ভারী তুষারপাতের ফলে প্রাণ গিয়েছে চারজনের এবং প্রায় ২২৩টির মত রাস্তা এবং তিনটি জাতীয় সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমানে, এক হাজারেরও বেশি পর্যটকের গাড়ি দাঁড়িয়ে রয়েছে মানালির সোলাং ভ্যালিতে। জানা গিয়েছে, হিমাচল প্রদেশ প্রশাসনের তরফে টানা বরফ কাটার কাজ চালানো হচ্ছে। ঘটনাস্থলে নামানো হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীও।