আজকাল ওয়েবডেস্ক:‌ জরুরি নম্বর। কিন্তু সময় মতো পাওয়া যায় না। হাতের কাছে না থাকলে মুশকিল। কিন্তু চিন্তা নেই। এবার হাতের কাছে থাকবে গুরুত্বপূর্ণ নম্বরগুলি।
ইউনিভার্সাল এমার্জেন্সি হেল্পলাইন:‌ ১১২ নম্বরে ফোন করলেই হয়ে যাবে মুশকিল আসান। আগুন লেগেছে। দমকল লাগবে?‌ এই নম্বরে ফোন করলেই হবে। কোনও ক্রাইম হয়েছে। এই নম্বরে পুলিশকে ফোন করলেই হল। বাড়িতে কেউ অসুস্থ। এই নম্বরে ফোন করলেই দরজার সামনে চলে আসবে অ্যাম্বুলেন্স।
কোনও দরকারে পুলিশকে ফোন করবেন। তাহলে ১০০ ডায়াল করলেই হল।
বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা চান?‌ তাহলে ফোন করুন ১০২ নম্বরে। বিশেষত শিশু ও অন্তঃসত্ত্বা মহিলাদের জন্যই এই ব্যবস্থা।
কোনও দুর্ঘটনা ঘটেছে?‌ লেগেছে চোট?‌ তাহলে ফোন করুন ১০৮ নম্বরে।
কোনও দরকারে দমকলকে প্রয়োজন হলে কল করুন ১০১ নম্বরে। না পেলে কল করুন ১১২ নম্বরে।
এছাড়া মহিলারা কোনওরকম হেনস্থা বা অন্যায়ের শিকার হলে কল করুন ১০৯১ নম্বরে।
শিশুদের সঙ্গে কোনও অপরাধ সংঘটিত হলে কল করুন ১০৯৮ নম্বরে।
বন্যা, ভূমিকম্প বা অন্য কোনও প্রাকৃতিক বিপর্যয় হলে কল করুন ১০৭৮ নম্বরে।
ট্রেন যাত্রার সময় কোনও সমস্যার সম্মুখীন হলে কল করুন ১৩৯ নম্বরে।
অনলাইন ফ্রড বা কোনও সাইবার অপরাধের সম্মুখীন হলে কল করুন ১৯৩০ নম্বরে।