আজকাল ওয়েবডেস্ক: লালুপ্রসাদের 'দরজা খোলা' রেখে আমন্ত্রণ। যা শুনে নীতীশের মুখে হালকা হাসি, হাতজোড়! তারপর আবার লালুপুত্র তেজস্বী যাদবকে দেখেই উষ্ণ অভ্যর্থনা বিনিময় এবং কাঁধে হাত রেখে বাহবা দেওয়া। তাহলে কী ফের একবার আড়ালে ঘুটি সাজাচ্ছেন বিহারের মুখ্যমন্ত্রী? ফের ভোলবদলের সম্ভাবনা নীতীশ কুমারের? বিহারের রাজনীতিতে এখন সেই প্রশ্নই সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে।
গত লোকসবা ভোটের আগে বিরোধীদের 'ইন্ডিয়া' জোটের অন্যতম উদ্যোগী ছিলেন আরজেডি সুপ্রিম নীতীশ কুমার। কিন্তু, ২০২৪ সালের জানুয়ারিতে সেই জোটকে অর্ধচন্দ্র দেখান তিনি। 'ইন্ডিয়া' জোট ছেড়ে যোগদান করেন 'এনডিএ'-তে। বছর ঘুরেছে। কেন্দ্রীয় মন্ত্রিসভায় রয়েছেন জেডিইউ সাংসদরা। কিন্তু এমন কী হল যে একবছরের মধ্যেই নীতীশ কুমারের আচরণে রহস্য দানা বাঁধছে।
বৃহস্পতিবার আরজেডির প্রতিষ্ঠাতা লালুপ্রসাদ যাদব নিজে হঠাৎই বলেন, "নীতীশের জন্য ইন্ডিয়ার দরজা খোলা। তাঁরও উচিত নিজের দরজা খুলে দেওয়া। তাহলে দুই প্রান্তের লোক যাতায়াত করতে পারবেন।" একদা সহযোগী লালুর সেই প্রস্তাব সম্পূর্ণ না উড়িয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মৃদু হাসেন বিহারের মুখ্যমন্ত্রী। সেই সঙ্গেই হাতজোড় করেন। বললেন, "আপনি কী বলছেন?" আর কথা বাড়াননি বিহারের মুখ্যমন্ত্রী।
নীতীশের হালকা হাসিতে জল্পনা বেড়েছে। পরে তাঁর আরও এক কাজে সেই জল্পনা আরও পোক্ত হয়। বৃহস্পতিবারই বিহারের নতুন রাজ্যপাল আরিফ মহম্মদ খানের শপথ অনুষ্ঠান ছিল। তাতে বিরোধী দলনেতা তেজস্বী যাদবকে দেখেই উষ্ণ অভ্যর্থনা বিনিময় করেছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তেজস্বীর কাঁধে হাত রেখে তাঁর প্রশংসাও করতে দেখা গিয়েছে নীতীশকে। সেই ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল। তাতেই প্রশ্ন, বিহারের হচ্ছেটা কী?
