আজকাল ওয়েবডেস্ক: চলতি বছরের শেষেই বিহারে বিধানসভা ভোট হবে। নির্বাচন মাথায় রেখে ভোটারদের মন দখলে পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। শনিবার রাজ্যের সামাজিক নিরাপত্তা পেনশন প্রকল্পে বড় অঙ্কের বৃদ্ধির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। সংশোধিত প্রকল্পের আওতায়, প্রবীণ নাগরিক এবং প্রতিবন্ধী ব্যক্তিরা এখন প্রতি মাসে ১১০০ টাকা করে ভাতা পাবেন। আগে এই ভাতার অঙ্ক ছিল ৪০০ টাকা।
নীতিশ কুমার এক্স পোস্টে সামাজিক নিরাপত্তা পেনশন বৃদ্ধির সিদ্ধান্ত ঘোষণা করেন। সেখানে তিনি লিখেছেন, বর্ধিত পেনশন জুলাই মাস থেকে বিতরণ করা হবে। এই সিদ্ধান্তের ফলে রাজ্যজুড়ে ১ কোটি ৯ লক্ষ ৬৯ হাজার ২৫৫ জনেরও বেশি সুবিধাভোগী স্বস্তি পাবেন বলে আশা করা হচ্ছে।
এক্স পোস্টে মুখ্যমন্ত্রী লিখেছেন, "আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, সামাজিক নিরাপত্তা পেনশন প্রকল্পের অধীনে, বিধবা মহিলা, বয়স্ক এবং প্রতিবন্ধী ব্যক্তিরা এখন প্রতি মাসে ৪০০ টাকার পরিবর্তে ১১০০ টাকা পেনশন পাবেন। জুলাই মাস থেকে সমস্ত সুবিধাভোগী বর্ধিত হারে পেনশন পাবেন। মাসের ১০ তারিখে সমস্ত সুবিধাভোগীর অ্যাকাউন্টে এই অর্থ পাঠানো নিশ্চিত করা হবে। এর ফলে ১ কোটি ৯ লক্ষ ৬৯ হাজার ২৫৫ জন উপকৃত হবেন।"
मुझे यह बताते हुए खुशी हो रही है कि सामाजिक सुरक्षा पेंशन योजना के तहत सभी वृद्धजनों, दिव्यांगजनों और विधवा महिलाओं को अब हर महीने 400 रु॰ की जगह 1100 रु॰ पेंशन मिलेगी। सभी लाभार्थियों को जुलाई महीने से पेंशन बढ़ी हुई दर पर मिलेगी। सभी लाभार्थियों के खाते में यह राशि महीने की 10…
— Nitish Kumar (@NitishKumar)Tweet by @NitishKumar
সরকার আরও উল্লেখ করেছে যে, প্রতি মাসের ১০ তারিখে সংশোধিত পেনশন সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে। এই প্রকল্পটি বয়স্ক নাগরিক, প্রতিবন্ধী ব্যক্তি, বিধবা এবং বিহারের সমাজকল্যাণ আওতাধীন থাকা অন্যান্য যোগ্য ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে।
চলতি বছরের অক্টোবর-নভেম্বরে রাজ্যে বিহার বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
