আজকাল ওয়েবডেস্ক : আপনার বাড়িতে যদি গয়না চুরি হয় তাহলে কাকে সন্দেহ করবেন? উত্তর হবে বাইরের কোনও কাউকে। সেটাই তো স্বাভাবিক। কিন্তু যদি চোর থাকে আপনার নিজের বাড়িতে। তাহলে তো সর্বনাশ।
দিল্লির নজফগড়ে এক এমন ঘটনা হয়েছে। নিজের মায়ের গয়না চুরি করে নবম শ্রেণির এক ছাত্র নিজের গার্লফ্রেন্ডকে আইফোন কিনে দিল। কেউ কিছুই জানতে পারত না যদি ওই মহিলা নিজের গয়না চুরি নিয়ে থানাতে অভিযোগ করতেন। এরপর পুলিশ বাড়ির সিসিটিভি ফুটেজ দেখামাত্র চোখ কপালে ওঠার জোগাড়। এ কার ছবি দেখছে তারা। এযে নিজের গুণধর ছেলে।
যে দোকানে সে ওই গয়না বিক্রি করেছে তার মালিক গ্রেপ্তার হয়েছে। অভিযুক্ত ছেলেকে কিন্তু মা রেয়াত করেনি। তাঁকে পুলিশের হাতে তুলে দিয়েছে। তার বিরুদ্ধে আইন যা ব্যবস্থা নেবে তাই হবে বলে জানিয়েছে ওই মহিলা।
গয়না উদ্ধার করার পর পুলিশের জেরায় নিজের দোষ স্বীকার করেছে অভিযুক্ত ছেলে। এমনকি যে ফোন উপহার দেওয়া হয়েছিল সেটিও পুলিশ উদ্ধার করেছে।
দিল্লির নজফগড়ে এক এমন ঘটনা হয়েছে। নিজের মায়ের গয়না চুরি করে নবম শ্রেণির এক ছাত্র নিজের গার্লফ্রেন্ডকে আইফোন কিনে দিল। কেউ কিছুই জানতে পারত না যদি ওই মহিলা নিজের গয়না চুরি নিয়ে থানাতে অভিযোগ করতেন। এরপর পুলিশ বাড়ির সিসিটিভি ফুটেজ দেখামাত্র চোখ কপালে ওঠার জোগাড়। এ কার ছবি দেখছে তারা। এযে নিজের গুণধর ছেলে।
যে দোকানে সে ওই গয়না বিক্রি করেছে তার মালিক গ্রেপ্তার হয়েছে। অভিযুক্ত ছেলেকে কিন্তু মা রেয়াত করেনি। তাঁকে পুলিশের হাতে তুলে দিয়েছে। তার বিরুদ্ধে আইন যা ব্যবস্থা নেবে তাই হবে বলে জানিয়েছে ওই মহিলা।
গয়না উদ্ধার করার পর পুলিশের জেরায় নিজের দোষ স্বীকার করেছে অভিযুক্ত ছেলে। এমনকি যে ফোন উপহার দেওয়া হয়েছিল সেটিও পুলিশ উদ্ধার করেছে।
