আজকাল ওয়েবডেস্ক: পরীক্ষার রেজাল্ট বেরোতেই হতাশা গ্রাস করেছিল ১৪ বছর বয়সি পড়ুয়ার। পরীক্ষার ফলাফল তার আশানুরূপ হয়নি। এর জেরেই চরম পদক্ষেপ নিল সে। বাড়িতে বাবা-মায়ের উপস্থিতিতেই আত্মঘাতী হল দশম শ্রেণির পড়ুয়া। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে বিহারের ভাগলপুরে। মৃত যুবকের নাম, সোমিল রাজ। রবিবার আনন্দ বিহার কলোনিতে গুলি করে আত্মঘাতী হয় সে। পুলিশ সূত্রে খবর, ঘটনার সময় বাড়িতেই ছিলেন কিশোরের বাবা-মা। বাবার বন্দুক থেকে গুলি করে আত্মঘাতী হয় কিশোর। বন্দুকটির লাইসেন্স নেওয়া রয়েছে। হতাশা থেকেই আত্মঘাতী হয়েছে বলে অনুমান পরিবারের। 

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, দশম শ্রেণির পড়ুয়ার ঘর থেকে বন্দুক ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। দেহটি ময়নাতদন্তের পর আত্মহত্যার কারণ খতিয়ে দেখে পুলিশ। চরম পদক্ষেপ নেওয়ার আগে বন্ধুদের মেসেজ পাঠিয়েছিল সোমিল। সে যে আত্মহত্যা করতে চলেছে, তাও জানিয়েছিল কয়েকজন বন্ধুকে। 

পরিবারের তরফে পুলিশকে জানানো হয়েছে, সম্প্রতি পরীক্ষার ফলপ্রকাশ হয়। বন্ধুরা বেশি নম্বর পাওয়ায় হতাশায় ভুগছিল সে। একাধিক বিষয়ে ৫০ শতাংশের কম নম্বর পেয়েছে সে। ফাইনাল পরীক্ষায় কেমন রেজাল্ট হবে, তা নিয়েও দুশ্চিন্তায় ভুগছিল। এর জেরেই আত্মঘাতী হয় সে।