আজকাল ওয়েবডেস্ক: পরীক্ষা মানেই সকলের কাছে একটি ভয়ের বিষয়। সেখান থেকে যদি সেই পরীক্ষা হয় অঙ্ক, তাহলে তো কথাই নেই।
প্রতিটি স্কুল থেকে শুরু করে কলেজ সর্বত্রই এমন কিছু পড়ুয়া থাকে যারা অঙ্ক ভয় করেন। আবার অনেকে অঙ্ককে পছন্দ করে সেখানে পুরো নম্বরও তুলে নেয়। শিক্ষকরা পড়ুয়াদের খাতা দেখে অনেক সময় খুশি হন আবার সেই খাতা দেখে তারা রেগেও যান। ঠিক এমনই একটি ঘটনা ঘটে গেল একটি স্কুলে।
এক অঙ্কের শিক্ষক তার এক পড়ুয়ার খাতা নিয়ে সকলের সামনে এনেছেন। সেখানে একটি অঙ্কের উত্তরে সেই পড়ুয়া লিখেছে, হামকো ফ্যান্টা মাঙতা। এই ছবি পোস্ট করা মাত্রই সেটি ভাইরাল হয়ে গিয়েছে। অঙ্ককে ভয় পয়ে এই পডুয়া এমন লিখেছে নাকি নিছক মজা করেই লিখেছে তা নিয়ে শুরু হয়েছে তদন্ত।
মনে করা হচ্ছে অঙ্কের প্রশ্নের উত্তর না দিতে পেরেই এই কাজটি করেছেন এই পড়ুয়া। এই ছবি ইন্সটাগ্রামে ছড়িয়ে পড়তেই সেটি ঝডের বেগে লাইক হয়েছে। সেখানে প্রায় ৪ লক্ষ ভিউ হয়েছে। অনেকেই সেখানে নানা ধরণের কমেন্ট করেছেন।
