আজকাল ওয়েবডেস্ক: দুজনেই সফল কর্মজীবনে। রাজ্যের মুখ্যসচিব পদে ছিলেন স্বামী, যেদিন অবসর গ্রহণ করবেন, ঠিক তার পরের দিনই একই পদে দায়িত্বভার গ্রহণ করবেন স্ত্রী। স্বামী স্ত্রী দুজনেই মুখ্যসচিব পদে থেকেছেন, এই ঘটনা নতুন নয়। তবে একজন অবসর গ্রহণ করার পরের দিনই অন্য জনের দায়িত্বভার গ্রহণের ঘটনা বিরল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। 

 

ইতিহাস বলছে, এই ঘটনা কেবল বিরল নয়, কেরলের আমলাতন্ত্রের ইতিহাসে প্রথম। এই প্রথম সে রাজ্যে কোনও আইএএস সম্পতি, কোনও সময়ের ব্যবধান ছাড়াই পরপর রাজ্যের মুখ্যসচিব পদে বসছেন।

 

কেরলের মুখ্যসচিব ড. ভি ভেনু অবসর গ্রহণ করছেন ৩১ আগস্ট। ঠিক তার পরের দিন, অর্থাৎ ১সেপ্টেম্বর কেরলের মুখ্যসচিব পদে বসছেন তাঁর স্ত্রী সারদা মুরুলীধরন।

 

দম্পতি ১৯৯০ ব্যাচের আইএএস অফিসার। সারদা মুরুলীধরন এর আগে রাজ্য সরকারের একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ভি ভেনু রাজ্যের মুখ্যসচিব পদ থেকে অবসর গ্রহণ করার পরের দিনই ওই পদের দায়িত্বভার গ্রহণ করবেন সারদা।