আজকাল ওয়েবডেস্ক: ছত্তিশগড়ে সম্প্রতি ভয়াবহ এক ঘটনা ঘটেছে। খবর অনুযায়ী, ধামতরি জেলার সিহাওয়া থানার অন্তর্গত সঙ্করা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৪০ বছর বয়সী টিকুরাম সেন নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। ঘটনার মূল কারণ শুনে সকলের মাথায় হাত। খবর মারফত জানা গিয়েছে, টিকুরামের স্ত্রী স্থানীয় একটি ধর্মীয় উৎসব পালনের কারণে ডিমের কারি রান্না করতে অস্বীকার করেন। এই ঘটনাকে কেন্দ্র করেই স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। সেখান থেকেই মূলত এই ঘটনার সূত্রপাত। এরপরই স্বামী চরম পদক্ষেপ নেন৷ এই ঘটনা জানাজানি হতে রাজ্য জুড়ে হুলুস্থুল। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সোমবার এই ঘটনাটি ঘটে। স্ত্রী ডিমের ঝোল রান্না না করায় টিকুরাম মানসিকভাবে ভেঙে পড়েন। এরপর নিজের ঘরে গিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার জেরে দ্রুত পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়েই স্থানীয় পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছয়৷ পুলিশ আরও জানিয়েছে, টিকুরামের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে স্থানীয় হাসপাতালে। পাশপাশি পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন: ‘গরীব মানুষ নিজের জন্য নয়, সন্তানের জন্য স্বপ্ন দেখে’ দরিদ্র অটোচালকের স্বীকারোক্তিতে চোখে জল নেটপাড়ার

ঘটনাটি ইতিমধ্যেই এলাকায় শোকের ছায়া ফেলেছে। স্থানীয়রা মনে করছেন, এ ধরনের ঘটনার পেছনে পারিবারের সদস্যদের ভূমিকা আছে। সেই কারণে বাড়ির প্রত্যেককে বর্তমানে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে৷ জিজ্ঞাসাবাদ চলছে এলাকার প্রতিবেশিদেরও। 

খবর অনুযায়ী 'করু ভাতের' দিনে ডিম রান্না না করায় স্ত্রীর সঙ্গে তীব্র বিবাদে জড়িয়ে পড়েন টিকুরাম সেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি বাড়িতে ডিম এনে স্ত্রী'কে ডিমের ঝোল রান্না করতে বলেন। তবে তাঁর স্ত্রী তা করতে অস্বীকার করেন, কারণ সেদিন ছিল 'করু ভাত'। এটি তিজ উৎসবের আগের এক বিশেষ পুজোর দিন। নিয়ম অনুযায়ী পরদিন উপবাস করবেন বলে সেদিন নিরামিষ খাওয়ার সিদ্ধান্তে অটল ছিলেন টিকুরামের স্ত্রী। এই ঘটনাকে কেন্দ্র করে সম্প্রতি স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল বচসা শুরু হয়।

আরও পড়ুন: একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস মমতার, উপকৃত হবেন বর্ধমানের লাখ লাখ মানুষ 

অস্বীকৃতি জানানোয় বিরক্ত হয়ে সেদিন টিকুরাম সেন বাড়ি ছেড়ে চলে যান। পরে তাঁর মৃতদেহ তাঁর বাড়ির অদূরে একটি গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়, সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে এমনটাই জানা গিয়েছে৷ ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুরো ঘটনার তদন্ত করে দেখছে পুলিশ। এহেন মর্মান্তিক ঘটনার পেছনে অন্য কোনও কারণ আছে কিনা পুলিশ তাও খতিয়ে দেখছে৷ 

প্রসঙ্গত, ছত্তিশগড়ে বিবাহিত মহিলারা ঐতিহ্যগতভাবে তিজের প্রাক্কালে কারু ভাত খান। স্বামীদের দীর্ঘায়ু এবং সমৃদ্ধির জন্য কঠোর নির্জলা (জলবিহীন) উপবাস পালনের আগে এই খাবারটি খাওয়া হয়।

আরও পড়ুন: পরকীয়া করছিলেন কন্যা! শ্বশুরবাড়ির হাতে ধরা পড়তেই মেয়ের সঙ্গে এ কী করলেন বাবা! জানলে কেঁপে উঠবে বুক