আজকাল ওয়েবডেস্ক: চেন্নাইয়ের নোলাম্বুরে তলোয়ার হাতে জন্মদিন উদযাপন করে আইনের জালে পড়েছেন কংগ্রেস কাউন্সিলরের ছেলে দর্শন। ভিডিওতে দেখা যায়, দর্শন — ওয়ার্ড ৩১-এর কাউন্সিলর সংগীতা বাবুর পুত্র — একটি তরবারি দিয়ে ‘KING’ আকারে তৈরি কেক কাটছেন। চারপাশে বন্ধুবান্ধব, বাজছে আতশবাজি, আর একটি বিলাসবহুল এসইউভি গাড়ি ‘COUNCILLOR’ লেখা নামপ্লেটসহ সেখানে প্রবেশ করছে।
ঘটনাটি ঘটেছে বলে মনে করা হচ্ছে ডঃ এমজিআর এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের আশেপাশে। কাছাকাছি একটি দোকানের মালিক এই ব্যাপারে পুলিশের কাছে অভিযোগ জানান, এবং ভিডিও ফুটেজের ভিত্তিতে নোলাম্বুর থানায় মামলা দায়ের করা হয়।
আইন অনুযায়ী, জনসমক্ষে তরবারি বা যে কোনও ধারালো অস্ত্র প্রদর্শন করা অপরাধ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মামলার পর দর্শন গা ঢাকা দিয়েছেন এবং বর্তমানে তিনি পলাতক।
ঘটনার তদন্ত চলছে।
