আজকাল ওয়েবডেস্ক : হোটেল হোক বা হাসপাতাল। সেখানে বড় টাকার লেনদেন হলে এবার থেকে তার ওপর নজর রাখবে আয়কর বিভাগ। খবর মিলেছে বিগত বেশ কয়েক বছর ধরে এই দুটি ক্ষেত্রে বড় টাকার লেনদেন হচ্ছে।
এই বিষয়ে মোটেই নজর এড়ায়নি আয়কর বিভাগের। ফলে এবার থেকে কোথাও কোনও বড় লেনদেন হলেই তা থাকবে আয়কর নজরে। জানা গিয়েছে ২ লক্ষ টাকার বেশি লেনদেন হলে তার হিসাব দিতে হবে। যিনি টাকা দিচ্ছেন এবং যিনি টাকা নিচ্ছে তাদের দুজনকেই টাকার হিসাব দিতে হবে।
কোনও তথ্য লুকিয়ে রাখা যাবে না। সেক্ষত্রে প্যান নম্বর দেওয়া বাধ্যতামূলক হবে। যিনি টাকা দিচ্ছেন তিনি কত টাকা আয়কর দেন সেটা খতিয়ে দেখা হবে। আয়কর বিভাগ জানিয়েছে বড় হোটেল, রেস্তোরাঁ, অনুষ্ঠান বাড়ি, বেসরকারি চিকিৎসা কেন্দ্র সব জায়গা অনেক টাকার লেনদেন হয়। এবার থেকে এই টাকা হিসাব দেখবে আয়কর বিভাগ।
আয়কর দপ্তর জানিয়েছে গত অর্থবর্ষে ১১০০ টি জায়গায় তারা অভিযান করেছে। সেখানে আড়াই হাজার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। তার মধ্যে ১৭ হাজার কোটি টাকা নগদ টাকা তারা পেয়েছে। তাই এবার থেকে আরও সতর্ক পদক্ষেপ নিল আয়কর বিভাগ।
