আজকাল ওয়েবডেস্ক: ক্যাশ ফর কোয়েশ্চনকাণ্ডে নয়া মোড়। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে লোকসভা থেকে বহিষ্কারের সুপারিশ করেছে এথিক্স কমিটি। মহুয়ার সাংসদ পথ খারিজ করা উচিত বলেই মনে করছে এথিক্স কমিটি। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মহুয়ার বিরুদ্ধে ৫০০ পাতার রিপোর্টে আইনি তদন্তের পরামর্শও দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারকে।এথিক্স কমিটির এই রিপোর্ট লোকসভার শীতকালীন অধিবেশন চলাকালীন স্পিকার ওম বিড়লার কাছে জমা দেওয়া হবে। তারপর সিদ্ধান্ত নেয় নেওয়া হবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেল ৪টেয় ফের এথিক্স কমিটির মুখোমুখি হওয়ার কথা মহুয়ার। গত বৃহস্পতিবারেও এথিক্স কমিটির তলবে হাজিরা দিয়েছিলেন তিনি। তবে মাঝপথেই সেখান থেকে বেরিয়ে আসেন।

প্রসঙ্গত, দুবাইয়ের ব্যবসায়ী দর্শন হীরানন্দানির কাছ থেকে টাকা নিয়ে সংসদে প্রশ্ন করেছেন মহুয়া। এমন অভিযোগ তুলেছিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। যারপর হলফনামা দিয়ে হীরানন্দানি জানিয়েছেন, তাঁর কাছে মহুয়ার সাংসদের লগ ইন ইনফরমেশন রয়েছে। এমনকী মহুয়াও একবাক্যে স্বীকার করেছেন, হীরানন্দানির কাছে তাঁর লগ ইন ইনফরমেশন রয়েছে। তবে এনআইসি লগইনের এমন কোনও নিময় নেই যে অন্য কাউকে তা দেওয়া যাবে না। বহু সাংসদের লগ ইন আইডি একাধিক ব্যক্তির কাছে রয়েছে। টাকা নিয়ে প্রশ্ন করার অভিযোগ তিনি অস্বীকার করেছেন।