আজকাল ওয়েবডেস্ক : ভারতের ২৩৪ টি শহরে ৭৩০ টি নতুন এফএম চ্যানেল শুরু করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রীসভা। বুধবার কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, নতুন প্রকল্পের দ্বারা আরও চাকরি দিতে চায় কেন্দ্রীয় সরকার। তাই এই ঘোষণা করা হল।
এই চ্যানেল দাম রাখা হয়েছে ৭৮৪ কোটি টাকা। খুব দ্রুত এর জন্য নীলাম ডাকা হবে। এর সঙ্গে যুক্ত থাকবে ৪ % জিএসটি। প্রতিটি স্থানীয় ভাষায় যাতে এফএম থাকে সেদিকে বিশেষ জোর দিচ্ছে কেন্দ্রীয় সরকার। তাই এই ব্যবস্থা করা হচ্ছে।
কেন্দ্রীয় সরকার যে উন্নতি করছে তার হিসাব সব ঘরে দিতে এই এফএম চ্যানেল ভালো কাজ করবে বলে জানা গিয়েছে। এই কাজে আরও কর্মসংস্থান হবে বলেও আশাবাদী কেন্দ্রীয় মন্ত্রী।
