আজকাল ওয়েবডেস্ক: বার্গারের বানে ঘুমিয়ে চিজের চাদর টেনে সুখের নিদ্রা। কী ভাবছেন? তা আবার হয় নাকি। শুধু শান্তির ঘুমই নয় মিলবে বার্গারের সোফায় বসার আরামও। আসলে বার্গার খেতে ভালোবাসেন না, এমন মানুষের পাওয়া বিরল। দুটি বানের মাঝখানে সুস্বাদু প্যাটি সঙ্গে সস। এক-একটি কামড়েই যেন স্বর্গীয় অনুভূতি। পেট আর মন একসঙ্গে তৃপ্ত করতে মুখরোচক এই খাবারটির জুড়ি মেলা ভার।
এবার ভাবুন তো, যদি এই সুস্বাদু খাবারটি একটি গোটা বাড়ি হয়। আর সেখানে আপনি দিনযাপন করছেন। রূপকথা মনে হচ্ছে কি? আসলে যেমন শোনা বা দেখা যায়, যে গোটা একটি বাড়ি হুবহু জাহাজের মতো দেখতে। তেমনি গোটা বাড়ি তৈরি হয়েছে একটি বিশালাকার বার্গারের আদলে। চমকের এখানেই শেষ নয়। বাড়ি অন্দরসজ্জাও বার্গারের আদলেই। সেখানে সোফা থেকে বিছানা। টেবিল থেকে অন্যান্য আসবাবপত্র, সবই একএকটি বার্গার। এমনকি হলুদ চিজে পূর্ণ বাথটবটিও তৈরি বার্গারের আদলেই। বাড়ির সুইমিংপুল একটি বার্গার। বাড়ির আলোকসজ্জাতেও রয়েছে বার্গার। বাড়ির প্রতিটি ঘরে এদিক-ওদিক ছড়িয়ে রয়েছে বার্গার।
ভাবছেন তো, কোথায় আছে এমন বাড়ি। ঠিকানা পেলেই কাটিয়ে আসা যাবে অবসর। এই বাড়িতে একটা রাত কাটাতে কারই বা না ইচ্ছে করে। কিন্তু স্বপ্নের বাড়ি হলেও এই বাড়িতে থাকা তো সম্ভব নয়। কারণ এই বাড়িটি আক্ষরিক অর্থেই কল্পনার। বাড়িটির কোনও অস্তিত্ব নেই। ভিডিওটি তৈরির স্বার্থে কৃত্তিমবুদ্ধার দ্বারা এই বার্গার বাড়ি তৈরি করা হয়েছে।
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই ঝড়ের গতিতে ভাইরালও হয়েছে। ভিডিওটি ভিউ দিয়েছে ৩৩ মিলিয়নেরও বেশি। পাশাপাশি বার্গার বাড়ির ভিডিও দেখে উৎফুল্ল নেটিজেনরাও। কেউ কেউ বাড়িটির অন্দরমহল ডিজাইনারকে একটি বার্গারপ্রিয় ছোট্ট মেয়ের সঙ্গে তুলনা করেছেন। আবার কোনও কোনও ভোজনরসিক ভিডিও দেখতে দেখতে বার্গারের আঘ্রান কল্পনা করে জিভে জল এনেছেন। আবার কেউ বা বাড়িটিতে থাকা ইচ্ছা্প্রকাশ করেছেন। স্বপ্নের হলেও এই বাড়িতে থাকার উপায় তো আপাতত নেই। সে নাই বা থাকল। কারণ ছুঁয়ে নয়, কিছু জিনিস যে কল্পনাতেই বেশি আনন্দদায়ক হয়।
