আজকাল ওয়েবডেস্ক: অবশেষে স্বস্তি পেলেন কে কবিতা। মঙ্গলবার সুপ্রিম কোর্ট তাঁকে জামিন দিল। চলতি বছরের মার্চ মাসে তাঁকে গ্রেপ্তার করেছিল ইডি এবং সিবিআই। আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়েছিল কে কবিতাকে। ভারত রাষ্ট্র সমিতির এই নেত্রীকে গ্রেপ্তার করার পর থেকেই রাজনৈতিক মহলে নানা ধরণের প্রতিক্রিয়া পাওয়া গিয়েছিল।
প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের মেয়েকে মার্চ মাসে দিল্লি আবগারি মামলায় গ্রেপ্তার করে ইডি। এরপর একমাস পর তাঁকে দ্বিতীয়বার গ্রেপ্তার করে সিবিআই। বহুদিন ধরেই জামিনের আবেদন করছিলেন কে কবিতা। তবে প্রতিবারই তাঁর জামিনের আবেদন খারিজ হয়ে যায়।
এদিন কবিতার আইনজীবী বলেন, এক মহিলাকে জামিন দেওয়া যেতেই পারে। তিনি ভারতবর্ষের একজন দায়িত্ববান মহিলা। ফরে যে অভিযোগ উঠেছে তা আগামীদিনে তিনি খণ্ডন করে দেবেন। কিন্তু যদি তাঁকে জামিন দেওয়া হয় তবে এই মামলার তদন্তে খুব একটা প্রভাব পড়বে না।
তিনি আরও বলেন, কে কবিতার বিরুদ্ধে নিজের মোবাইলে তথ্য নষ্ট করার যে অভিযোগ উঠেছে তা বিশ্লেষন করলে বলা যায় নিজের মোবাইল ফোন যেকেউ বদলাতে পারেন। তবে তা নিয়ে অহেতুক জলঘোলা করার কিছুই নেই। তথ্য নষ্ট করার যে অভিযোগ উঠেছে তা বাস্তবে খাটে না। এরপরই কে কবিতার জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট।
