আজকাল ওয়েবডেস্ক: দীর্ঘক্ষণ ঘরের দরজা বন্ধ। কোনও সাড়াশব্দ পাওয়া যাচ্ছে না। এমনকী ফোন করলেও, কোনও উত্তর দিচ্ছেন না। কোন কাজে ব্যস্ত বৌদি? খোঁজ নিতেই ঘরের দোরগোড়ায় পৌঁছন দেওর। ডাকাডাকির পরেও উত্তর মেলেনি। অবশেষে দরজা ভেঙে ভিতরে ঢোকেন। ঘরে ঢুকেই চক্ষু চড়কগাছ তরুণের। ঘরের মধ্যে লুটিয়ে ছিল বৌদির নিথর দেহ।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভোপালে। পুলিশ জানিয়েছে, ২৪ বছর বয়সি আরতি নামের এক তরুণীর দেহ উদ্ধার করা হয়েছে লাম্বাখেদা এলাকা থেকে। তাঁর দেওর পুলিশে খবর পাঠান। একটি ভাড়াবাড়ি থেকে তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। তরুণী আত্মহত্যা করেছেন বলেই অনুমান তাদের।
পুলিশকে তরুণীর দেওর জানিয়েছেন, ২০ বছর বয়সে তাঁর বিয়ে হয়। দাদার সঙ্গে বৌদির প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু বিয়ের একবছর পরেই অশান্তি চরম পর্যায়ে পৌঁছয়। বৌদি আলাদা থাকতে শুরু করেন। ভোপালেই একটি ভাড়াবাড়িতে থাকতেন তিনি। যদিও শ্বশুরবাড়ির সঙ্গে যোগাযোগ ছিল।
এদিন তরুণীকে ফোন করেও বাড়ির কেউ কোনও সাড়া পাননি। অবশেষে তরুণকেই খোঁজ নিতে বলেন। বৌদির বাড়িতে পৌঁছে দেখেন, ভিতর থেকে ঘরের তালা বন্ধ। ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে বৌদির নিথর দেহ পড়ে থাকতে দেখেন তিনি। পুলিশের প্রাথমিক অনুমান, বিষ খেয়ে তরুণী আত্মহত্যা করেছেন।
