আজকাল ওয়েবডেস্ক: জঞ্জাল সংগ্রহের মতো পরিষেবা পেতেও এ বার গাঁটের কড়ি গুণতে হবে গৃহস্থকে? কঠিন বর্জ্য ব্যবস্থাপনার জন্য মুম্বাইবাসীদের থেকে কীভাবে টাকা আদায়ের বিষয়টি বাস্তবায়ন করা যায় সে সম্পর্কে বৃহন্মুম্বই পুরসভা (বিএমসি) আইনি পরামর্শ চেয়েছে। প্রতিটি বাড়িতে উৎপন্ন কঠিন বর্জ্য পরিচালনার জন্য প্রতি পরিবার থেকে প্রতি মাসে ১০০ টাকা থেকে ১,০০০ টাকা পর্যন্ত ফি নেওয়ার কথা বিবেচনা করা হচ্ছে। ১৮৮৮ সালের মুম্বই পৌর আইনের অধীনে জনপরিষেবা বাধ্যতামূলক। কীভাবে সেই আইন সংশোধন করা যায় তা নিয়ে কাজ করছে বিএমসি।
বিএমসি-র এক আধিকারিক জানিয়েছেন, ডিসেম্বর থেকে এই নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। ২০১৬ সালের কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কেন্দ্রীয় নির্দেশিকায় ফি নেওয়ার পরামর্শ ছিল। ওই আধিকারিক জানান, বিএমসি সেই নির্দেশিকা অনুসরণ করেই মুম্বই পৌর আইনে সংশোধন আনার চেষ্টা করছে।
অন্য এক আধিকারিক বলেন, "ফি আদায়ের বিষয়টি বাস্তবায়নের লক্ষ্যে আমরা আমরা আইনি পরামর্শ নিচ্ছি। ১৮৮৮ সালের এমএমসি আইন অনুসারে, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা একটি বাধ্যতামূলক কর্তব্য। তাই এই ধরনের কোনও শুল্ক আদায়ের আগে, বিএমসিকে আইনটি সংশোধন করতে হবে।" তিনি আরও জানান, সর্বসম্মতিক্রমে প্রতি পরিবার থেকে ১০০ থেকে ১,০০ টাকা পর্যন্ত ফি আদায় করা হবে। যা বাড়ির আকার অনুসারে নির্ধারিত হবে এবং মাসিক ভিত্তিতে আদায় করা হবে। বাণিজ্যিক ব্যবহারকারীদের জন্যও একটি ভিন্ন হার থাকবে, যা আনুমানিক ৫০০ থেকে ৫,৫০০ টাকা হবে।
