আজকাল ওয়েবডেস্ক: বিয়ে করতে গিয়ে এমন কান্ড ঘটালেন মদ্যপ বর, যা দেখে সকলের চক্ষু চড়কগাছ! মদের নেশায় বউয়ের গলায় মালা পড়াবার বদলে বউয়ের বান্ধবীর গলায় মালা পড়িয়ে দিলেন মাতাল বর! ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সামাজিকমাধ্যমে। যদিও ঘটনাটি ঠিক কোথায় ঘটেছে তা নিয়ে ধোঁয়াশা আছে। কেউ বলছেন ঘটনাটি বিহারের। আবার কারও দাবি উত্তরপ্রদেশের বরেলীর ঘটনা।
যাইহোক, ভাইরাল হওয়া ভিডিওতে যা দেখা গেছে তাতে বোঝা যাচ্ছে, মাতাল হয়ে দাঁড়াবার অবস্থায় নেই বর। এক ব্যক্তি তাঁকে কোনোক্রমে ধরে রেখেছে এবং মালা বদলের সময়েই ঘটে বিপত্তি! নেশার ঘোরে বউয়ের বদলে পাশে দাঁড়িয়ে থাকা বান্ধবীকে মালা পরিয়ে দেন বর! ঘটনায় বেজায় চটে গিয়ে তাৎক্ষণিক বিয়ে ভেঙে দেন বউ। সপাটে চড় মারেন মাতাল বরকে।
বরের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয় বউয়ের পরিবারের তরফে। জানা গেছে, বিয়ে করতে আসার আগেই বর ও তাঁর বন্ধুরা মদ্যপ ছিলেন। এই অবস্থায় প্রাথমিকভাবে বিয়েতে আপত্তি জানায় কনের পরিবার। যদিও অনেক কাকুতিমিনতি করার পর বিয়েতে রাজি হয় পাত্রীর পরিবার। আর তারপরেই এই বিপত্তি।
बरेली-नशे में धुत दूल्हे ने दोस्त के गले में डाली वरमाला, दूल्हे को नशे में देखकर दुल्हन ने शादी से किया इनकार
— भारत समाचार | Bharat Samachar (@bstvlive)
दुल्हन के इनकार के बाद परिजनों ने की शिकायत, दूल्हा उसके पिता और 3 दोस्तों का किया चालान
पुलिस ने 5 लोगों का शांतिभंग में किया चालान, पीलीभीत के बरखेड़ा से क्योलड़िया… pic.twitter.com/t4rDR94N3bTweet by @bstvlive
