আজকাল ওয়েবডেস্ক: হায়দ্রাবাদে নয়া উদ্যোগ। দক্ষিণের এই শহরে মেট্রো স্টেশনে চালু হবে স্কাইওয়াক। স্কাইওয়াকটি সবচেয়ে কাছের বাণিজ্যিক কমপ্লেক্সের সঙ্গে জোড়া থাকবে। এর ফলে মানুষ নিরাপদে যাতায়াত করতে পারবে। এই সুবিধে থাকবে প্রতিটি মেট্রো স্টেশনের স্কাইওয়াকে। 

 

 

ইতিমধ্যেই ড. আম্বেদকর বালানগর মেট্রো স্টেশন থেকে নিকটবর্তী ল্যান্ডমার্ক মল পর্যন্ত একটি স্কাইওয়াক তৈরি করা হয়েছে। একইভাবে, ভাসাভি গ্রুপ এলবি নগর স্টেশন থেকে নিকটবর্তী ভাসাভি আনন্দনিলয়ম কমপ্লেক্স পর্যন্তও আরেকটি স্কাইওয়াক তৈরি হয়েছে। প্রায় পাঁচ একর জমিজুড়ে বিস্তৃত ভাসাভি আনন্দনিলয়ম কমপ্লেক্সে ৩৩তলা বিশিষ্ট মোট ১২টি টাওয়ার নির্মাণ করা হয়েছে। 

 

 

তবে এটাই শুধু নয়, এলএন্ডটি মেট্রোর এমডি কেভিবি রেড্ডি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, নাগোল, স্টেডিয়াম, দুর্গম চেরুভু, কুকাটপল্লির মতো বেশ কয়েকটি মেট্রো স্টেশনেও এই ধরণের স্কাইওয়াক নির্মাণের জন্য কয়েকটি সংস্থার সঙ্গে আলোচনা চলছে। 

 

 

মেট্রোর এমডি এও জানিয়েছেন, হায়দ্রাবাদ মেট্রোর প্রথম পর্যায়ের ৫৭টি স্টেশনেই স্কাইওয়াকের মাধ্যমে রাস্তার একপাশ থেকে অন্যপাড়ে যাওয়ার সুবিধে রয়েছে। এর ফলে কেবল মেট্রো যাত্রীরাই নন, পথচারীরাও ব্যবহার করতে পারবেন মেট্রোর সুযোগ সুবিধে। তিনি এমনও জানিয়েছেন, জনগণকে নিয়ে নিরাপদে রাস্তা পার হওয়ার জন্য এই বিনামূল্যের এবং সুবিধাজনক কাজগুলি ব্যবহার হতে পারে। 

 

 

মেট্রোর এমডি জানিয়েছেন, হায়দ্রাবাদ মেট্রোর প্রথম পর্যায়ের ৫৭টি স্টেশনেই স্কাইওয়াকের মাদ্যমে রাস্তার একপাশ থেকে অন্য পাড়ে যাওয়ার সুবিধা রয়েছে। ফলে মেট্রো যাত্রীদের সঙ্গে পথচারীরাদেরও সুবিধে হবে।