আজকাল ওয়েবডেস্ক: সোশ্যাল মিডিয়ায় রিল তৈরি করতে করতে বৃদ্ধের প্রাণ বাঁচালেন যুবক। পূজা বিনচার নামক এক জন এক্স হ্যান্ডল থেকে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, একটি রেলস্টেশনে চলন্ত ট্রেনের পাশে দাঁড়িয়ে উদ্দাম নাচে ব্যস্ত এক যুবক। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন।
রিল তৈরি করতে করতে ওই যুবক দেখতে পান চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে প্ল্যাটফর্মে পড়ে যাচ্ছেন এক বৃদ্ধ । তৎপরতার সঙ্গে বৃদ্ধকে ধরে ফেলেন ওই যুবক। বড়সড় দুর্ঘটনার হাত থেকে বৃদ্ধকে বাঁচিয়ে দেন রিল তৈরি করতে থাকা ওই যুবক।
ভিডিওটি গত ৫ সেপ্টেম্বর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছিল। ইতিমধ্যেই ৩ লক্ষ ভিউ পেয়েছে ভিডিওটি। কমেন্ট সেকশনও পুরো ভর্তি। কেউ বলেছেন, ‘জীবনে যখনই সুযোগ পাবেন সাহায্য করতে থাকুন।’ আর এক জন বলেছেন, ‘বৃদ্ধ ব্যক্তিকে বাঁচানোর জন্য আপনাকে ধন্যবাদ। নাচতে থাকুন এবং রিল তৈরি করতে থাকুন।’
যদিও কোন রেলস্টেশনে ঘটনাটি ঘটেছে তা জানা যায়নি। রিল তৈরি করতে থাকা যুবকের পরিচয়ও জানা যায়নি।
