আজকাল ওয়েবডেস্ক: বম্বে হাইকোর্ট বুধবার বলিউডের জনপ্রিয় গায়ক কৈলাস খেরের বিরুদ্ধে দায়ের করা ফৌজদারি মামলা খারিজ করে দিয়েছে, যেখানে তাঁর "বাবাম বাম" গানটির মাধ্যমে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ উঠেছিল। এই গানটি ভগবান শিবের প্রশংসাসূচক হলেও অভিযোগকারীর মতে, ভিডিওটিতে ছেলেমেয়েদের অশালীন পোশাক এবং চুমুর দৃশ্য দেখা গিয়েছিল, যা ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছিল।

ন্যায়পালক ভরতি ডাংরে এবং শ্যাম চন্দকের ডিভিশন বেঞ্চ অভিযোগের ভিত্তিহীনতার উপর গুরুত্বারোপ করে জানায়, খের শুধু গানের গায়ক ছিলেন, তিনি ভিডিওর পরিচালক বা প্রযোজক ছিলেন না। আদালত আরও উল্লেখ করে, "ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য ইচ্ছাকৃত ও দুরভিসন্ধি প্রয়োজন, যা এই ক্ষেত্রে প্রমাণিত হয়নি।"

বিচারপতিরা আরও বলেন, "প্রত্যেকের মত প্রকাশের অধিকার সংবিধানের অধীনে সুরক্ষিত এবং খেরের বিরুদ্ধে আনা অভিযোগগুলি সংবিধান দ্বারা প্রদত্ত মৌলিক অধিকারগুলির পরিপন্থী।"

এরপর, ২০১৪ সালে জারি করা জামিনযোগ্য পরোয়ানা এবং লুধিয়ানার আদালতে চলমান ফৌজদারি অভিযোগটি খারিজ করা হয়েছে।