আজকাল ওয়েবডেস্ক: আগ্রার অন্যতম গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান তাজমহল। এবার সেখানেই বোমা রাখা আছে বলে এল ইমেইল। মুহূর্তে হুলুস্থুল কাণ্ড তাজমহলে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছল পুলিশ। তবে বোমা মেলেনি সেখানে। পর্যটকদের নিরাপত্তার কথা ভেবে পুলিশি পাহারায় মুড়ে রাখা হয়েছে স্মৃতিসৌধ। 

 

 

ঠিক কী ঘটেছিল? মঙ্গলবার প্রতিদিনের মতোই পর্যটকদের ভিড় জমেছিল আগ্রায়। হঠাৎই উত্তরপ্রদেশের পর্যটন দপ্তরের ওয়েবসাইটে একটি ইমেইল আসে তাজমহলে বোমা রাখা আছে এই মর্মে। মেল পেয়ে হকচকিয়ে যান পর্যটন দপ্তরের কর্মীরা। জানা গিয়েছে, সঙ্গে সঙ্গে ইমেইলটি ফরোয়ার্ড করে দেওয়া হয় আগ্রা পুলিশের কাছে। এর ভিত্তিতে তাজগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। কিছু না মিললেও এই ঘটনার পর নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে তাজমহলের চারপাশে। 

 

 

সরকারি হিসেবে, প্রতি বছর প্রায় ৭০ লক্ষ পর্যটক ঘুরতে আসেন মমতাজের স্মৃতিতে বানানো এই সৌধ দেখতে। এর মধ্যে বেশিরভাগই আসেন শীতের সময়। এবারের শীতের মরশুম সবে শুরু। তার আগেই এই ঘটনা হওয়া নিছকই মজার উদ্দেশ্যে বলে জানা গিয়েছে। তদন্ত শুরু হয়েছে। এই গুজব ছড়ানোর পেছনে কে বা কারা আছে তা জানার চেষ্টা চালানো হচ্ছে স্থানীয় পুলিশের তরফে। শুধু তাজমহলই নয়, গত কয়েক মাসে ইমেইল বা ফোন কলের মাধ্যমে অসংখ্য বিমান, স্কুল ও কলেজে বোমা রাখা আছে বলে গুজব ছড়ায়। সরকারি হিসেবে, শুধু নভেম্বর মাসে বিমানের ক্ষেত্রেই হাজারের বেশি বোমা রাখার গুজব ছড়িয়েছে। যার জেরে বাতিল করতে হয়েছে অনেক বিমান। এমনকী কিছু বিমানের অভিমুখ পর্যন্ত ঘুরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু শেষপর্যন্ত জানা গিয়েছে সবটাই মিথ্যে।