আজকাল ওয়েবডেস্ক: বরেলিতে চাঞ্চল্য। ইজ্জতনগর এলাকায় দিল্লি-লখনউ জাতীয় সড়কের ধার থেকে একটি বাক্স উদ্ধার হয়। জানা গিয়েছে বাক্সের ভিতর থেকে এক নাবালকের মৃতদেহ পাওয়া গিয়েছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। নাকোটিয়া নদীর সেতুর কাছে ঝোপের ধারে বাক্সটি পড়েছিল। মঙ্গলবার পুলিশ সূত্রে খবর পাওয়া গিয়েছে৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাক্সটি থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় এলাকাবাসীর সন্দেহ হয়। এর পরই খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে বাক্সটি খুলতেই ভেতরে এক কিশোরের দেহ দেখতে পায়। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, শিশুটিকে অন্য কোথাও খুন করার পর দেহটি লোপাটের উদ্দেশ্যে এখানে ফেলে দেওয়া হয়েছে।
সিটি-এর অতিরিক্ত পুলিশ সুপার মনুশ পারিখ জানিয়েছেন, দেহটি উদ্ধারের পর ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছায়। বেশ কিছু গুরুত্বপূর্ণ সূত্র সংগ্রহ করা হয়েছে। দ্রুত ঘটনার তদন্ত করতে জেলার সিনিয়র পুলিশ সুপার চারটি বিশেষ দল গঠন করেছেন।
পুলিশ আরও জানিয়েছে, বাক্সের ভেতরে মৃতদেহের সঙ্গে একটি কম্বল এবং স্ন্যাকস ও বিস্কুটের কয়েকটি প্যাকেট পাওয়া গিয়েছে। তদন্তকারীদের সন্দেহ, ৮ থেকে ১০ বছর বয়স শিশুটির। সম্ভবত খাবারের লোভ দেখিয়ে অপহরণ করা হয়েছিল, পরে তাকে খুন করা হয়। তবে মৃত্যুর আসল কারণ ময়নাতদন্তের পরই স্পষ্ট হবে।
ইজ্জতনগর থানার পুলিশ খুন, অপহরণ-সহ একাধিক দিক থেকে ঘটনার তদন্ত শুরু করেছে। বাক্সের ভেতরে পাওয়া কিছু জিনিস দেখে তন্ত্রসাধনার মতো কোনও কার্যকলাপের সম্ভাবনাও পুলিশ উড়িয়ে দিচ্ছে না। শিশুর পরিচয় জানার জন্য আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে, সম্প্রতি নিখোঁজ হওয়া সব অভিযোগ পুঙ্খানুপুঙ্খ ভাবে পরীক্ষা করে দেখছে পুলিশ।
