আজকাল ওয়েবডেস্ক: কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে দেশের এক নম্বর সন্ত্রাসবাদী বলে তোপ দাগলেন কেন্দ্রীয় মন্ত্রী রবনীত সিং বিট্টু। তাঁর সঙ্গে এও দাবি করলেন, রাহুল গান্ধী ভারতীয় নন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রবিবার এই বিতর্কিত মন্তব্য করেন বিজেপি নেতা। 

 

 

সম্প্রতি রাহুল গান্ধী মার্কিন সফরে গিয়েছিলেন। সেখানেই বক্তৃতা দিতে গিয়ে শিখদের নিয়ে মন্তব্য করেন তিনি। তার পরিপ্রেক্ষিতেই বিজেপি নেতা বলেন, কংগ্রেস সাংসদ দেশের এক নম্বর সন্ত্রাসী। এর পাশাপাশি এও বলেন, তাঁকে ধরার জন্য পুরস্কার ঘোষণা করা উচিত। প্রসঙ্গত, ওই বিজেপি নেতা ২০২৪ লোকসভা ভোটের ঠিক আগে কংগ্রেস ছেড়ে পদ্মফুল শিবিরে যোগ দেন। 

 

 

কংগ্রেস সাংসদ ভার্জিনিয়ায় বক্তৃতা রাখতে গিয়ে শিখদের ধর্মীয় স্বাধীনতার কথা প্রসঙ্গে জানান, যুদ্ধ শুরু হয় শিখদের পাগড়ি পরে ঢুকতে দেওয়া হবে কি না এই বিষয় নিয়ে। কিন্তু গুরুদ্বারা শুধু শিখদের নয় এটা সব ধর্মের লোকেদের জন্য। শিখদের দেখলেই বোঝা যায় ভারতের ধর্মীয় স্বাধীনতা বিপন্ন। আর এটা হয়েছে বিজেপির শাসনকালে। 

 

 

তাঁর এই মন্তব্যেই দানা বেঁধেছে বিতর্ক। বিজেপির জাতীয় মুখপত্র আরপি সিং কটাক্ষ করে জানিয়েছেন, ১৯৮৪ সালে, দিল্লিতে প্রায় ৩ হাজার শিখকে গণহত্যা করা হয়েছিল, তাদের পাগড়ি খুলে ফেলা হয়েছিল, তাদের চুল কাটা হয়েছিল এবং তাদের দাড়ি কামানো হয়েছিল। এরপরই তিনি যোগ করেন, কংগ্রেস যখন ক্ষমতায় ছিল তখন এই ঘটনা ঘটেছিল, সে কথা কিন্তু রাহুল গান্ধী উল্লেখ করেননি। এই ঘটনার জন্য তিনি কংগ্রেস সাংসদের বিরুদ্ধে ব্যবস্থাও নিতে চলেছেন বলে হুঁশিয়ারিও দিয়েছেন। 

 

 

কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংও এক হাত নেন রাহুল গান্ধীকে। এক বিবৃতিতে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “কংগ্রেস দীর্ঘদিন ধরে ভুল বোঝানোর রাজনীতিতে জড়িত ছিল এবং শিখ হত্যাকাণ্ডের জন্য দায়ী ছিল, তারা এখন আমাদের জ্ঞান দেওয়ার চেষ্টা করছে।" 

 

 

আমি শুধু একজন গর্বিত শিখ নই, আমি এই জন্যও গর্বিত যে বর্তমান সরকারের অধীনে শিখরা এখনকার সবচেয়ে বেশি নিরাপদ এবং সম্মানিত বোধ করছে বলে মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি।