আজকাল ওয়েবডেস্ক: মধ্যপ্রদেশের মান্দাসর। সেখানকার বিজেপি নেতার কাণ্ডে সমাজমাধ্যমে একেবারে ছি ছি রব। ওই নেতার নাম মনোহরলাল ধকড়। তিনি উজ্জয়িনীর ধকড় মহাসভার জাতীয় সম্পাদক ছিলেন।
যদিও চারদিকের চর্চার পর বিজেপি বলছে তিনি নাকি সদস্যই ছিলেন না। মূল ঘটনা ১৩মে-র। মহা সড়কের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, প্রকাশ্য রাস্তায় এক যুবতীর সঙ্গে উদ্দাম যৌনতায় মাতেন ধকড়। রাস্তা-ঘাট-গাড়ি-সমাজ, ভ্রূক্ষেপ ছিল না কোনওদিকেই। ধকড়ের নামে পুলিশে অভিযোগ দায়েরও হয়। ওই নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে ইতিমধ্যে।
কিন্তু প্রশ্ন, ঠিক কী করলে প্রকাশ্যে অশ্লীলতা হয় সাজার যোগ্য? জনসমক্ষে অশ্লীলতার সাজাই বা হয় কী? নিয়ম, এক্ষেত্রে ভারতীয় দণ্ডবিধির ২৯৬ ধারার অধীনে এই অপরাধের শাস্তি দেওয়া হয়। কখন এই নিয়ম লাগু হয়? কোনও ব্যক্তি পার্কে বা এমন কোনও স্থানে থাকে যেখানে পরিবার এবং শিশুরা থাকে এবং সেখানে কোনও আপত্তিকর কাজ বা অশ্লীল গান গাওয়া হয়, তাহলে সেই ব্যক্তির বিরুদ্ধে ২৯৬ ধারার অধীনে ব্যবস্থা নেওয়া হবে।একই সঙ্গে, যদি কেউ বাস স্টপ বা পাবলিক প্লেসে অশ্লীল অঙ্গভঙ্গি করে, তাহলে এই ধারায় ব্যবস্থা নেওয়া হয়।
সেক্ষেত্রে দোষী সাব্যস্ত ব্যক্তিদের সাজা দেওয়া হয়। এই ধারায় শাস্তি দেওয়া হয় মূলত সাধারণের জন্য। যাতে সাধারণমানুষ নিরাপদে থাকতে পারেন।
কী হয় শাস্তিতে? আইন, এই মামলায় কেউ দোষী সাব্যস্ত হলে তাকে তিনমাস পর্যন্ত জেল খাটতে হতে পারে। জরিমানা দিতে হতে পারে অন্তত হাজার টাকা।
