আজকাল ওয়েবডেস্ক: চলন্ত বাইকে ভয়ঙ্কর স্টান্ট! হেলমেট ছাড়াই বেপরোয়া গতিতে ছুটছে বাইক। চালকের আসনে এক যুবক। ঠিক তার সামনে মুখোমুখি বসে রয়েছেন তাঁর প্রেমিকা। চলন্ত বাইকেই মুখোমুখি জাপটে জড়িয়ে ধরে বসে আছেন তাঁরা। এর জেরে হাজার হাজার টাকা জরিমানা দিতে হল যুগলকে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে নয়ডা-গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়েতে। পুলিশ জানিয়েছে, গত রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে। ওই সড়কেই স্টান্ট দেখায় এক যুগল। বাইকে মুখোমুখি জড়িয়ে ধরে তাঁরা যাচ্ছিলেন। বাইকের তেলের ট্যাঙ্কে বসেছিলেন তরুণী। তিনিই যুবককে জড়িয়ে ধরেছিলেন।
পথচলতি সাধারণ মানুষ বিষয়টি দেখেই চমকে যান। ওই সড়কেই গাড়িতে বসে এক ব্যক্তি যুগলের কাণ্ডটি ভিডিও করেন। তারপর থানায় ভিডিওটি পাঠান। এক্সপ্রেসওয়ের সিসিটিভি ফুটেজেও যুগলের ভয়ঙ্কর স্টান্ট ধরা পড়েছে। রবিবার দুপুরেই তাঁদের ডেকে পাঠানো হয়। ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ট্রাফিক আইন ভঙ্গ, বেপরোয়া গতিতে বাইক চালানো, হেলমেট ছাড়া বাইকে চড়া সহ একাধিক নিয়ম ভঙ্গের জেরে যুগলকে ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
