অরিন্দম মুখার্জি: শিশুরাই দেশের ভবিষ্যৎ। সেই কারণে সরকারি স্কুলে শিক্ষকদের ওপর নির্দেশিকা জারি করা হয়েছে তারা যেন ছাত্র-ছাত্রীদের কোনওভাবে রোল নম্বর বা পদবি ধরে না ডাকে। সরকারি স্কুলের ছাত্র-ছাত্রীদের শিক্ষক-শিক্ষিকারা রোল নম্বর বা পদবি ধরে ডাকলে তারা অপমানিত হতেও পারে। সেই জায়গা থেকে বিহারের শিক্ষাদপ্তর শিশু দিবসে অভিনব এই অবস্থান নিয়েছে।  

 

 

ক্লাসের পড়ুয়াদের প্রত্যেককে নাম ধরে ডাকতে হবে। সকলের নাম মনে রাখতে হবে। শিক্ষক এবং ছাত্র-ছাত্রীদের মধ্যে মেলবন্ধন তৈরি করার জন্য এই নিয়ম, এমনটাই জানিয়েছে সে রাজ্যের শিক্ষা দপ্তর। পড়ুয়াদের সঙ্গে গড়ে তুলতে হবে সুসম্পর্ক। প্রত্যেক ছাত্র-ছাত্রীকে শিক্ষক বা শিক্ষিকারা নামে চিনবেন এবং যার ফলে কোনও ছাত্রছাত্রীর মধ্যে ভয়ের পরিস্থিতি তৈরি হবে না। যাতে ছাত্র-ছাত্রীরা মনে করে তারা বাড়িতে অভিভাবকদের কাছে পড়াশোনা করছে। 

 

 

বিহার শিক্ষা দপ্তরের আধিকারিক সঞ্জয় কুমার জানান, দেখা গিয়েছে, নামধরে না ডেকে রোল এবং পদবি দিয়ে ডাকার ফলে ছাত্রছাত্রীরা অপমানিত বোধ করেছে। এই নিয়ে বেশ কিছু অভিযোগ এসেছে, সেই সংখ্যাটা প্রায় ১৪ হাজারের কাছাকাছি। তারপরই বিহার শিক্ষা দপ্তর এই সিদ্ধান্তে আসে। 

 

 

আরও কিছু নতুন নিয়ম জারি করেছে দপ্তর। বলা হয়েছে, দেরিতে ক্লাসে এলে উপস্থিতি গ্রাহ্য হবে না। ক্লাসের সমস্ত পড়া বোঝানো ব্ল্যাকবোর্ডে করাতে হবে। ক্লাসরুমে যা পড়ানো হচ্ছে তার মনিটরিং করা হবে। পুরো বিষয়টা দেখা হবে শিক্ষা দপ্তর থেকে অনলাইনে। পাশাপাশি, শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত নেওয়ার সময় যেন ক্লাসের মনিটরকে পাশে রাখে। জেলা শিক্ষা আধিকারিক এও বলেছে, দেখতে হবে, ছাত্র-ছাত্রীরা ভয় না পায়, পড়াতে হবে মজার ছলে। যেন শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে ছাত্র-ছাত্রীদের পারিবারিক সম্পর্ক তৈরি হয়।