আজকাল ওয়েবডেস্ক: বিহারে ফের নীতীশ জমানা। অন্তত সকাল সাড়ে দশটা অবধি ভোটগণনার ফল সেদিকেই ইঙ্গিত দিচ্ছে। ব্যবধান বাড়িয়ে যাচ্ছেন নীতীশ কুমাররা। বিজেপি এগোচ্ছে। এগোচ্ছে এনডিএ জোট। আর মহাগঠবন্ধন জোট ক্রমশ পিছিয়ে পড়ছে। কংগ্রেসের ফল যে প্রত্যাশিত হবে না তা আগেই জানা গিয়েছিল। কিন্তু এতটা খারাপ হবে তাও আশা করা যায়নি। মহাগঠবন্ধন জোটের যেটুকু লড়াই করার তা করছে লালু–তেজস্বীর আরজেডি। তবে তাৎপর্যপূর্ণভাবে এই জোটের অন্যতম শরিক বামেরা সাতটি আসনে এগিয়ে রয়েছে। সিপিএম, সিপিআই ও সিপিআইএমএল (লিবারেশন) বিহার ভোটে প্রার্থী দিয়েছে। যা খবর, আপাতত সাতটি আসনে এগিয়ে রয়েছে বামেরা।
এগিয়ে থাকা আর শেষমেশ জেতার মধ্যে তফাত অনেক। তবে সাতটি আসনে এগিয়ে থাকা বেশ ইঙ্গিতবহ। যেখানে আগামী বছরই বাংলায় বিধানসভা ভোট। গত বিধানসভা ভোটে বাংলায় বামেরা শূন্য হয়ে গিয়েছিল। বিহারের ফল লাল শিবিরকে অক্সিজেন দিতে পারে।
এটা ঘটনা বিহারের ভোটে বামেদের অন্যতম মুখ প্রয়াত বলি তারকা সুশান্ত সিং রাজপুতের বোন দিব্যা গৌতম। তাঁকে প্রার্থী হিসাবে ঘোষণা করেছে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী–লেনিনবাদী) লিবারেশন। বিহারের বিরোধী জোট ‘মহাগঠবন্ধন’–এর শরিক সিপিআই(এমএল) লিবারেশন।
প্রথমবার ভোটে লড়ছেন দিব্যা। তার লড়াই বিজেপির বিদায়ী বিধায়ক সঞ্জীব চৌরাসিয়ার সঙ্গে। জন সূরজ পার্টির হয়ে লড়ছেন রীতেশ রঞ্জন সিং। শেষ খবর পাওয়া অবধি পিছিয়ে পড়েছেন দিব্যা গৌতম। এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী। সাত আসনের মধ্যে লিবারেশন এগিয়ে পাঁচ আসনে। আর একটি করে আসনে এগিয়ে সিপিএম ও সিপিআই।
