আজকাল ওয়েবডেস্ক: বিজ্ঞপ্তি জারি করল বিহারের নির্বাচন কমিশন। এসআইআর-এর জেরে খসড়া ভোটার তালিকা থেকে যাঁদের নাম বাদ পড়েছে, তাঁরা আধার কার্ড দেখিয়ে পুনরায় তালিকায় অন্তর্ভুক্তির দাবি জানাতে পারবেন। সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন আদেশের পরই এই বিজ্ঞপ্তি জারি করল বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিক বিনোদ সিং গুঞ্জিয়াল।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাদ পড়া ভোটাররা তাঁদের এপিক নম্বরের মাধ্যমে তালিকাভুক্তির অবস্থা ও বাদ যাওয়ার কারণ জানতে পারবেন। ১ আগস্ট প্রকাশিত খসড়া তালিকায় বাদ পড়াদের নাম ব্লক অফিস, পঞ্চায়েত অফিস, পুরসভা এবং প্রতিটি বুথে টাঙানো হয়েছে। অসন্তুষ্ট ব্যক্তিরা আধার কার্ডের কপি দিয়ে দাবি জানাতে পারবেন।

তবে, এই খসড়া তালিকা থেকে বাতিল ভোটারদের আবার তালিকায় নাম নথিভুক্ত করার জন্য কমিশন নির্দেশিত ১১টি নথির মধ্যে একটি উপস্থাপন করতে হবে কিনা তা স্পষ্ট নয়।

রবিবার, বিহারের সিইও বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর প্রথম পর্যায়ে খসড়া ভোটার তালিকা থেকে বাদ দেওয়া ৬৫ লক্ষ নামের বিবরণ প্রকাশ করেছিলেন। বাতিলদের মধ্যে ৩৬ লক্ষকে দেখানো হয়েছে অন্যত্র স্থায়ীভাবে চলে গিয়েছে বলে, আর ২২ লক্ষকে মৃত হিসেবে চিহ্নিত করা হয়েছে।

আরও পড়ুন-  উপরাষ্ট্রপতি নির্বাচন: শাসকের কৌশলই হাতিয়ার, 'খেলা' ঘোরাল 'ইন্ডিয়া' জোট, এবার ফাঁপড়ে এনডিএ শরিক!

সুপ্রিম কোর্ট, এসআইআর-এর বিরুদ্ধে আবেদনের শুনানি করার সময়, নির্বাচন কমিশনকে খসড়া তালিকা থেকে বাদ পড়া নাম এবং বাদ দেওয়ার কারণ প্রকাশ করার নির্দেশ দিয়েছিল।

বিরোধী দল এবং অন্যান্য কর্মীরা এসআইআর প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা দাবি করেছেন যে, এসআইআর প্রক্রিয়া চলাকালীন মৃত ঘোষণা করা এবং বাদ দেওয়া বেশ কিছু ব্যক্তি আসলে জীবিত।

বিহারের মোট ভোটার সংখ্যা ৭ কোটি ৮৯ লক্ষ। এর মধ্যে প্রথম খসড়া তালিকায় নাম রয়েছে ৭ কোটি ২৪ লক্ষের। বাদ পড়েছেন প্রায় ৬৫ লক্ষ মানুষ।

আরও পড়ুন-  সিন্ধু জলচুক্তি ভারতের জন্য মোটেই লাভজনক ছিল না, স্বীকার করেছিলেন খোদ নেহেরু! দাবি মোদির