আজকাল ওয়েবডেস্ক: বিয়ের মণ্ডপ থেকে সোজা পরীক্ষাকেন্দ্রে নববধূ। সঙ্গী স্বামী। দু'জনের পরনেই বিয়ের সাজপোশাক। বিয়ের সাজেই পরীক্ষা দিলেন নববধূ। তাঁকে দেখে যেমন সকলে চমকে গেছেন, তেমনি শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন পরীক্ষার্থীরা। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে বিহারের দরভাঙ্গায়। ১৯ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হয় নবদম্পতি। ২০ এপ্রিল এমআরএম কলেজের পরীক্ষাকেন্দ্রে পৌঁছন নববধূ। পরীক্ষাকেন্দ্রে তাঁকে পৌঁছতে যান স্বামী। দু'জনকে দেখেই সকলে ভিড় জমান‌। নবদম্পতির উচ্ছ্বসিত প্রশংসাও করেছেন সকলে। 

নববধূ জানিয়েছেন, মিউজিকে স্নাতকের শেষবর্ষের পরীক্ষা ছিল। বিয়ের দিনক্ষণ চূড়ান্ত হওয়ার পর পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়। সেটি শ্বশুরবাড়িতে তিনি জানিয়েছিলেন। পরীক্ষায় এবং উচ্চশিক্ষায় কোনও আপত্তি জানাননি শ্বশুরবাড়ির সদস্যরা। তাই বিয়ের পরদিন হাসিমুখেই পরীক্ষাকেন্দ্রে পৌঁছে যান। 

নববধূ আরও জানিয়েছেন, ১৯ এপ্রিল সারারাত তিনি জেগেছিলেন। রাতভর বিয়ের আচার-অনুষ্ঠান সেরে, সকালে স্বামীর সঙ্গে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে যান। শারীরিকভাবে বিধ্বস্ত থাকলেও, পরীক্ষা দিতে কোনও অসুবিধা হয়নি। বিয়ের পরেও পড়াশোনা করবেন বলে জানিয়েছেন তিনি‌।