আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার দিল্লির নতুন মুখ্যমন্ত্রী শপথ নেবেন, এবং তার জন্য বিশেষ অতিথির তালিকা প্রকাশ করেছে বিজেপি। গিগ কর্মী, ট্যাক্সি ও অটোরিকশা চালক, কৃষক এবং বস্তির প্রধানদের পাশাপাশি মহিলাদের বিশেষ করে আমন্ত্রণ জানানো হয়েছে, যারা বিজেপির কল্যাণমূলক প্রকল্পের সুবিধাভোগী।
মহিলা ভোটাররা এই নির্বাচনে বড় সংখ্যায় ভোট দিয়েছে এবং তাঁদের গুরুত্ব বেড়েছে, যা বিজেপি ও আম আদমি পার্টির নির্বাচনী প্রচারে কার্যত স্পষ্ট ছিল। বিজেপির নগদ অর্থ হস্তান্তর প্রকল্পের প্রতিশ্রুতি মহিলাদের ভোট বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।
শপথ গ্রহণ অনুষ্ঠান দিল্লির রামলীলা ময়দানে সকাল ১১টা থেকে দুপুর ১২:৩৪ পর্যন্ত চলবে। শপথ নেওয়া হবে দুপুর ১২:০৫টায়। বিজেপির সংসদীয় বোর্ড প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ এবং দলের জাতীয় সাধারণ সম্পাদক ওম প্রকাশ ধনকরকে পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করেছে, যারা নতুন বিধায়কদের নিয়ে ৬:১৫ টার একটি বৈঠকে সভাপতিত্ব করবেন।
সম্ভাব্য মুখ্যমন্ত্রীর নামগুলির মধ্যে পারভেশ ভার্মা, দিল্লি বিজেপির নেতা বীরেন্দ্র সচদেবা এবং প্রথমবারের সাংসদ বাসুরি স্বরাজের নাম শোনা যাচ্ছে।
