আজকাল ওয়েবডেস্ক: বাইক চালান খুব স্পিডে। মাথায় হেলমেট থাকলেও অনেক ক্ষেত্রে ঘটে দুর্ঘটনা। অনেকক্ষেত্রে বাদ যায় আঙুল। কিন্তু কীভাবে? হিসাব বলছে, মাত্র গত দেড় বছরে শুধু একটি হাসপাতালেই ৫০ টির বেশি এরকম কেস এসেছে।
তদন্তে উঠে এসেছে, এই আঙুল বাদ যাওয়ার ঘটনা কোনও গাড়ি চালানোর সময় দুর্ঘটনার কারণে ঘটেনি, বাইকের চেন পরিষ্কার করার সময় ঘটেছে। কারও একটা, আবার কারও চারটে পর্যন্ত আঙুল হারিয়েছে। কেউ আবার প্লাস্টিক সার্জারিও করিয়েছেন।
বাইক স্টার্ট করার পর চেন পরিষ্কার করা বিপজ্জনক। বাইকের চেন পরিষ্কার করতে হয় খুব সাবধানে। গ্রীসিং এবং অতিরিক্ত গ্রীস অপসারণের জন্য বাজারে বিশেষ সরঞ্জাম পাওয়া গেলেও, অনেকেই অবৈজ্ঞানিক পদ্ধতি পরিষ্কার করেন বাইক। ফলে তারা হাত দিয়েই চেনে গ্রীসিং করে। এরপর বাইক স্টার্ট করে। বাইক স্ট্যান্ডে রেখে এবং এক্সিলারেটর চালু করে গোটা প্রক্রিয়া দ্রুততার সঙ্গে করে। এই করতে, আঙুলটি দুর্ঘটনাক্রমে পিছলে যেতে পারে এবং চেন স্প্রোকেটের মধ্যে আটকে যেতে পারে, তখনই ঘটে যেতে পারে ভয়ংকর দুর্ঘটনা। হতে পারে অঙ্গচ্ছেদ পর্যন্ত।
যদি আঙুল এইভাবে কেটে যায়, তাহলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন। একটি আঙুল কেটে গেলে ময়লা এবং চর্বি অপসারণ করার জন্য এটি পরিষ্কার জল দিয়ে ভালভাবে ধুয়ে ফেলতে হবে। তারপরে, এটি একটি পরিষ্কার কাপড়ে মুড়িয়ে একটি প্লাস্টিকের কভারে রাখতে হবে। প্লাস্টিকের আবরণটি বরফে রেখে ছয় ঘণ্টার মধ্যে হাসপাতালে নিয়ে যেতে হবে। সাধারণত এইভাবে আঙুলটি ৪৮ ঘন্টা পর্যন্ত সংরক্ষণ করা যায়, তবে যত সময় যাবে তত সফলভাবে আঙুল জোড়া লাগানোর সম্ভাবনা হ্রাস পাবে।
পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যাবে, ২০২৩ সালের শুরু থেকে এই বছরের অক্টোবর মাস পর্যন্ত, শুধুমাত্র একটা হাসপাতালেই ৫১ টি আঙুলের পুনরায় সংযুক্তি অস্ত্রোপচার করা হয়। বিশেষজ্ঞরা বলছেন, এই কেসগুলোর সবটাই হয়েছে বাইকের চেন পরিষ্কার করতে গিয়ে।
