আজকাল ওয়েবডেস্ক: শনিবার গভীর রাতে এক মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল বেঙ্গালুরুতে। জানা গিয়েছে, ব্রুহাত বেঙ্গালুরু মহানগর পালিকের একটি আবর্জনার গাড়ি থেকে উদ্ধার করা হয় ওই অজ্ঞাতপরিচয় মহিলার দেহ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই মহিলাকে ধর্ষণ করে তারপর খুন করে ফেলে রাখা হয়েছে। জানা গিয়েছে, চান্নাম্মানাকেরে স্কেটিং গ্রাউন্ডের কাছে ওই গাড়ির পিছনের অংশে একটি ব্যাগে ভরে ফেলে রাখা হয়েছিল মৃতদেহটি। ওই মহিলা বয়সে আনুমানিক ২৫ থেকে ৩০ বছরের মধ্যে বলে অনুমান। তাঁর পা-গুলি গলার সঙ্গে নৃশংস ভাবে বেঁধে রাখা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত ১টা থেকে ৩টের মধ্যে কেউ গাড়ির পিছনের অংশে দেহটি ফেলে দিয়ে যায়। ওই আবর্জনা বহনকারী গাড়ির চালকের বিষয়টি নজরে আসতেই সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। এরপরই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও ফরেন্সিক টিম। একজন ঊর্ধ্বতন পুলিশ আধিকারিক জানিয়েছেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে, ধর্ষণের পর খুন করা হয়েছে ওই তরুণীকে। তাঁর পরনে ছিল একটি টি-শার্ট ও প্যান্ট, তবে অন্তর্বাস ছিল না। শরীরে একাধিক আঘাতের চিহ্নও রয়েছে’।

পুলিশ জানিয়েছে, একটি গাড়ি এসে ওই মৃতদেহটি ফেলে যায়। গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে এবং আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে সহায়তার জন্য ডগ স্কোয়াড ও ফরেন্সিক টিমও ঘটনাস্থলে গিয়েছে। বেঙ্গালুরু দক্ষিণ থানায় আইপিসি ৩০২ ধারায় খুনের মামলা রুজু করা হয়েছে। ঘটনার পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে পুলিশ। এখনও পর্যন্ত মৃতের পরিচয় জানা যায়নি। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ‘এটি একটি নৃশংস হত্যাকাণ্ড। দোষীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার করা হবে’।