আজকাল ওয়েবডেস্ক: ভরা রাস্তায় ব্যাপক যানজট। অফিস টাইমে যানজটের সমস্যা নিত্যদিনের। সেই রাস্তাতেই এক অটো চালকের কীর্তি সকলের নজর কাড়ল। শুধু কি তাই, দৃশ্যটি দেখে সকলেই আবেগপ্রবণ হয়ে যান। একজন লুকিয়ে লুকিয়ে ভিডিও তুলে, ছড়িয়ে দেন সোশ্যাল মিডিয়ায়। 

 

পেশার তাগিদে নিত্যদিন প্রিয়জনদের থেকে দূরেই থাকতে হয় বহু মানুষকে। রোজগারের কারণে প্রিয়জনদের সঙ্গে সময়টুকু কাটাতে পারেন না। এদিকে ভরা রাস্তায় দেখা গেল, এক অটো চালক কোলে সন্তানকে নিয়ে অটো চালাচ্ছেন। তাঁর অটোতে লোকজন রয়েছেন। ভরা রাস্তায় সাবধানেই অটো চালাচ্ছিলেন তিনি। 

 

সম্প্রতি সেই ভিডিওটি হু হু করে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। ভিডিওটিতে দেখা গেছে, এক প্রৌঢ় অটো চালাচ্ছিলেন। তাঁর কোলেই বসে রয়েছে এক শিশু। তবে সেই সময় সে ঘুমিয়ে পড়েছিল। ব্যাগের সাপোর্টে শিশুটিকে বুকের সামনে টেনে রেখেছিলেন প্রৌঢ়। 

 

প্রৌঢ় যখন ব্যস্ত রাস্তায় মন দিয়ে অটো চালাচ্ছেন, তখনই তাঁর কোলে বসে, বুকে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে রয়েছে শিশুটি। দুই হাত দিয়ে জড়িয়েও ধরেছে প্রৌঢ়কে। ভিডিওটি দেখেই আবেগপ্রবণ হয়ে পড়েছেন নেটিজেনরা। ভিডিওর ক্যাপশনে লেখা, 'তিনি রোজগারের জন্য অটো চালান এবং যাদের জন্য, তাদের সঙ্গে নিয়েই।' 

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Rithu???? (@rithuuuuuu._)